Breaking News: ড্রাগস মামলায় এবার বিবেক ওবেরয়ের ফ্ল্যাটে তল্লাশি অভিযান পুলিশের

Last Updated:

Sandalwood Drugs Case: বিবেক ওবেরয়ের আত্মীয় আদিত্য আলভার বিরুদ্ধে ড্রাগস মামলায় সেপ্টেম্বরে লুক আউট নোটিশও জারি করা হয়েছে।

#মুম্বই: ড্রাগ মামলায় অভিনেতা বিবেক ওবেরয়ের (Vivek Oberoi)মুম্বইয়ের বাড়ি তল্লাশি করে বেঙ্গালুরু পুলিশ। বিবেকের শ্যালক অর্থাৎ তাঁর স্ত্রীর ভাই আদিত্য আলভা (Aditya Alva) ড্রাগের কারবারের সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগ৷ বিবেকের বাড়িতে আদিত্যর খোঁজেই মূলত পৌঁছে যায় বেঙ্গালুরু CCB(কেন্দ্রীয় অপরাধ শাখা) পুলিশ৷ আদিত্য তল্লাশিতেই অভিযান চালানো হয় বিবেকের বাড়ি৷
কন্নড় পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশের বয়ান অনুযায়ী ড্রাগ র‌্যাকেটের অন্যতম অভিযুক্ত আদিত্য আলভা। সূত্রের খবর অনুযায়ী, আলভা তার বোন প্রিয়াঙ্কার বাড়িতে লুকিয়ে আছে কি না তা জানতেই সিসিবি আধিকারিকরা মুম্বইয়ে বিবেক ওবেরয়ের বাড়িতে তল্লাশির জন্য আদালতের থেকে ওয়ারেন্ট পান। পুলিশ স্যান্ডেলউড ড্রাগস মামলায় রাগিনী দ্বিবেদির বাড়িতে অভিযান চালানোর পর থেকে আলভা পলাতক৷ তার খোঁজ পাওয়া যাচ্ছে না৷
advertisement
advertisement
সেপ্টেম্বরে এই মামলায় আলভার বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছে। সিসিবির মতে আদিত্য এই মামলার পঞ্চম অভিযুক্ত। তিনি অত্যন্ত প্রভাবশালী পারিবারের৷ তাঁর বাবা প্রয়াত জীবনরাজ আলভা ছিলেন মন্ত্রী৷ এবং জীবদশায় তিনি অত্যন্ত শক্তিশালী ও ক্ষমতাবান নেতা ছিলেন। প্রয়াত মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ হেগডের ডান হাতের বলেই পরিচিত ছিলেন জীবনরাজ আলভা৷ সেই ক্ষমতার অপব্যবহার করছেন তাঁর ছেলে আদিত্য, এমনই অভিযোগ৷
advertisement
আদিত্যর মা নন্দিনী আলভাও সমাজের প্রতিষ্ঠিত। তিনি বিশিষ্ট নৃত্যশিল্পী এবং ইভেন্ট অর্গানাইজার হিসেবে পরিচিত। বেঙ্গালুরু হাব্বা (Bengaluru Habba) প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম একজন তিনি৷ এই সাংস্কৃতিক অনুষ্ঠান যা ১৯৯৯-২০০৪ এর মধ্যে গঠিত হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী এস এটি এম কৃষ্ণের আমলে চালু হয়েছিল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Breaking News: ড্রাগস মামলায় এবার বিবেক ওবেরয়ের ফ্ল্যাটে তল্লাশি অভিযান পুলিশের
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement