ICU-তে জীবন-মৃত্যু লড়াইয়ে বলিউডের হারিয়ে যাওয়া এক নায়ক ফারাজ, ওষুধের বিল মেটালেন সলমন!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আপাতত ICU-তে রয়েছেন ফারাজ৷ তাঁর চিকিৎসা চলছে৷ তাঁকে বাঁচাতে ও সুস্থ করে তুলতে প্রয়োজন প্রচুর পরিমাণ চিকিৎসার৷
#বেঙ্গালুরু: খারাপ সময় সকলের পাশে দাঁড়ান ভাইজান৷ এই রীতি চিরকালই চলে আসছে৷ তাঁর মন খুব উদার ও প্রয়োজনে মানুষকে সাহায্য করতে তিনি কখনও পিছপা হন না৷ তাই তো ভাইজান এত জনপ্রিয় সকলের কাছে৷ আবারও তিনি পাশে দাঁড়ালেন বলি টাউনের এক নায়কের পাশে, যিনি এখন অকেনটাই খ্যাতির আড়ালে চলে গিয়েছেন৷ মেহেন্দি, ফারেব ছবিতে তিনি কাজ করেছেন৷ নাম ফারজ খান৷ ফারাজ খুবই অসুস্থ৷ বেঙ্গালুরুতে এক হাসপাতালে তিনি ভর্তি৷ তাঁর বুকে মারাত্মক সর্দি জমার ফলে সংক্রমণ হয়েছে৷ গত ১ বছর ধরে তিনি এই অবস্থায় ভুগছেন৷ এতদিন ভোগার ফলে তা হার্পেস সংক্রমণে দাঁড়িয়েছে৷ যা তাঁর মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে৷ মাঝেমধ্যেই শরীর খিঁচুনি লাগছে৷ তবে ঠিকঠাক চিকিৎসা হলে এই রোগ সেরে যাবে এবং পুনঃরায় তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন৷ তবে এই চিকিৎসার খরব বিপুল, যা তাঁর পরিবারের পক্ষে টানা সম্ভব নয়৷ সেই কারণেই তাঁরা সকলের সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন৷ ফান্ড রেইজের আর্জি রাখেন সকলের সামনে৷
বলিউডের তারকাদের উদ্দেশ্যে ফারাজের ভাই লেখেন যে, সকলের সাহায্যে আমার ভাই ও আপনাদের সহঅভিনেতাকে বাঁচানো জন্য এগিয়ে আসুন৷ এই আর্জি রাখছি৷ এরপরই একে একে ফারাজের ভাইয়ের ডাকে সাড়া দেন অনেকেই৷ প্রথমে পূজা ভাট সাহায্য করেন৷ এবার সলমন দেন ওষুদের টাকা, চিকিৎসার বিল৷ সলমনের এই সাহায্যের পর তাঁর প্রশংসায় একটি পোস্ট করেন অভিনেত্রী কাশ্মীরা শাহ৷ তিনি লেখেন যে, আপনি সত্যিই মানুষের মত মানুষ৷ ফারাজের মেডিক্যাল বিলের জন্য সাহায্য করে আরও একবার তা প্রমাণ করলেন৷ আপনি চিরকাল আপনাকে পছন্দ করব এই জন্য যে, আপনি অসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ তবে সলমনের প্রশংসা করায় যদি কেউ আমায় অপছন্দ করেন তো আমার কিছু যায় আসে না৷ আমায় আনফলো করতে পারেন৷ আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে সলমনের মত এমন একজন সৎ মানুষ আর কেউ নেই৷
advertisement
advertisement
advertisement
আপাতত ICU-তে রয়েছেন ফারাজ৷ তাঁর চিকিৎসা চলছে৷ তাঁকে বাঁচাতে ও সুস্থ করে তুলতে প্রয়োজন প্রচুর পরিমাণ চিকিৎসার৷ তাঁর সুস্থতা কামনা করি আমরাও৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2020 2:31 PM IST

