ICU-তে জীবন-মৃত্যু লড়াইয়ে বলিউডের হারিয়ে যাওয়া এক নায়ক ফারাজ, ওষুধের বিল মেটালেন সলমন!

Last Updated:

আপাতত ICU-তে রয়েছেন ফারাজ৷ তাঁর চিকিৎসা চলছে৷ তাঁকে বাঁচাতে ও সুস্থ করে তুলতে প্রয়োজন প্রচুর পরিমাণ চিকিৎসার৷

#বেঙ্গালুরু: খারাপ সময় সকলের পাশে দাঁড়ান ভাইজান৷ এই রীতি চিরকালই চলে আসছে৷ তাঁর মন খুব উদার ও প্রয়োজনে মানুষকে সাহায্য করতে তিনি কখনও পিছপা হন না৷ তাই তো ভাইজান এত জনপ্রিয় সকলের কাছে৷ আবারও তিনি পাশে দাঁড়ালেন বলি টাউনের এক নায়কের পাশে, যিনি এখন অকেনটাই খ্যাতির আড়ালে চলে গিয়েছেন৷ মেহেন্দি, ফারেব ছবিতে তিনি কাজ করেছেন৷ নাম ফারজ খান৷ ফারাজ খুবই অসুস্থ৷ বেঙ্গালুরুতে এক হাসপাতালে তিনি ভর্তি৷ তাঁর বুকে মারাত্মক সর্দি জমার ফলে সংক্রমণ হয়েছে৷ গত ১ বছর ধরে তিনি এই অবস্থায় ভুগছেন৷ এতদিন ভোগার ফলে তা হার্পেস সংক্রমণে দাঁড়িয়েছে৷ যা তাঁর মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে৷ মাঝেমধ্যেই শরীর খিঁচুনি লাগছে৷ তবে ঠিকঠাক চিকিৎসা হলে এই রোগ সেরে যাবে এবং পুনঃরায় তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন৷ তবে এই চিকিৎসার খরব বিপুল, যা তাঁর পরিবারের পক্ষে টানা সম্ভব নয়৷ সেই কারণেই তাঁরা সকলের সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন৷ ফান্ড রেইজের আর্জি রাখেন সকলের সামনে৷
বলিউডের তারকাদের উদ্দেশ্যে ফারাজের ভাই লেখেন যে, সকলের সাহায্যে আমার ভাই ও আপনাদের সহঅভিনেতাকে বাঁচানো জন্য এগিয়ে আসুন৷ এই আর্জি রাখছি৷ এরপরই একে একে ফারাজের ভাইয়ের ডাকে সাড়া দেন অনেকেই৷ প্রথমে পূজা ভাট সাহায্য করেন৷ এবার সলমন দেন ওষুদের টাকা, চিকিৎসার বিল৷ সলমনের এই সাহায্যের পর তাঁর প্রশংসায় একটি পোস্ট করেন অভিনেত্রী কাশ্মীরা শাহ৷ তিনি লেখেন যে, আপনি সত্যিই মানুষের মত মানুষ৷ ফারাজের মেডিক্যাল বিলের জন্য সাহায্য করে আরও একবার তা প্রমাণ করলেন৷ আপনি চিরকাল আপনাকে পছন্দ করব এই জন্য যে, আপনি অসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ তবে সলমনের প্রশংসা করায় যদি কেউ আমায় অপছন্দ করেন তো আমার কিছু যায় আসে না৷ আমায় আনফলো করতে পারেন৷ আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে সলমনের মত এমন একজন সৎ মানুষ আর কেউ নেই৷
advertisement
advertisement
advertisement
আপাতত ICU-তে রয়েছেন ফারাজ৷ তাঁর চিকিৎসা চলছে৷ তাঁকে বাঁচাতে ও সুস্থ করে তুলতে প্রয়োজন প্রচুর পরিমাণ চিকিৎসার৷ তাঁর সুস্থতা কামনা করি আমরাও৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ICU-তে জীবন-মৃত্যু লড়াইয়ে বলিউডের হারিয়ে যাওয়া এক নায়ক ফারাজ, ওষুধের বিল মেটালেন সলমন!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement