Bollywood Gossip: বক্স অফিসে সুপারফ্লপ 'রহেনা হ্যায় তেরে দিল মে', ভেঙেচুরে একাকার মাধবন! কী হয়েছিল? এতদিনে মুখ খুললেন অভিনেতা

Last Updated:

Bollywood Gossip: স্মৃতিচারণ করে মাধবন জানান যে, ছবির সাফল্যের জন্য প্রচুর প্রার্থনা করেছিলেন তিনি। অথচ সেটা কাজে আসেনি।

News18
News18
মুম্বই: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘রহেনা হ্যায় তেরে দিল মে’। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন খোদ ছবির নায়ক বি-টাউন অভিনেতা আর মাধবন। মঙ্গলবার গোয়ায় আইএফএফআই ২০২৪-এ যোগ দিয়েছিলেন অভিনেতা। সেখানে তিনি জানান যে, ‘রহেনা হ্যায় তেরে দিল মে’ ছবির মুক্তির সময় বেশ কিছু মন্দিরে দর্শনের জন্য গিয়েছিলেন। স্মৃতিচারণ করে মাধবন জানান যে, ছবির সাফল্যের জন্য প্রচুর প্রার্থনা করেছিলেন তিনি। অথচ সেটা কাজে আসেনি। তিনি স্বীকার করে নিয়ে জানালেন যে, চলতি বছরের গোড়ার দিকে ওই ছবি রি-রিলিজ করে। সেই সময় যা সাফল্য পায়, তা দেখে রীতিমতো চমকে গিয়েছেন স্বয়ং মাধবনই।
এএনআই-এর সঙ্গে আলাপচারিতায় আর মাধবন বলেন যে, “প্রথম যখন ছবিটি মুক্তি পেয়েছিল, তখন তা ভাল ফল করতে পারেনি। ছবিটি ফ্লপ হয়। তাই আমি ভেঙে পড়েছিলাম। সমস্ত মন্দিরে গিয়ে প্রার্থনা করেছি। ছবিটি যাতে সাফল্য পায়, তার জন্য কোনও কিছুই বাকি রাখিনি। তা সত্ত্বেও ফলাফল ভাল হয়নি।”
advertisement
advertisement
‘রহেনা হ্যায় তেরে দিল মে’ রি-রিলিজ প্রসঙ্গে মুখ খুলে মাধবন আরও বলেন যে, “যেটুকু আমি জানতে পেরেছিলাম, সেটা হল – ভাগ্য আমার জন্য বড় কিছু ঠিক করে রেখেছিল। দীর্ঘ ২৫ বছর পর আবারও মুক্তি পেল ছবিটি। আগের তুলনায় এবার আরও অর্থ উপার্জন করেছে ছবিটি। আর পঁচিশ বছর পর এই ভাবে ছবিটি স্বীকৃতি পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”বাসু ভাগনানির পূজা এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি হয়েছিল ‘রহেনা হ্যায় তেরে দিল মে’। ছবিটি পরিচালনা করেছিলেন গৌতম বাসুদেব মেনন। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান এবং দিয়া মির্জাও। ছবিটি আবারও মুক্তি পাওয়ার পরে প্রেক্ষাগৃহে এর সাড়া নিয়ে News18-এর সঙ্গে কথা বলেছেন মাধবন।
advertisement
অভিনেতার কথায়, “প্রেক্ষাগৃহে দর্শকদের মধ্যে যে উন্মাদনা দেখা গিয়েছে এবং যে পরিমাণ সাড়া পড়েছে, তা সত্যিই চমকপ্রদ এবং মনোমুগ্ধকর। সেভাবে দেখতে গেলে এটা তো আপ-টু-ডেট নয় কিংবা একটা ২৩ বছরের পুরনো কন্টেন্ট। এ নিয়ে অবশ্য মানুষের মাথাব্যথা নেই। বহু বছর ধরে সমস্ত টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মেই দেখানো হয়েছে ছবিটি। আবার কমিউনিটি ওয়াচিং এক্সপেরিয়েন্সের জন্য প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য এখনও তাঁরা প্রেক্ষাগৃহে আসছেন। এমনকী একটা প্রেমকাহিনি দেখার জন্য তাঁরা ভাল অর্থও খরচ করছেন। যা প্রায় ২৩ বছর ধরে মানুষের মন ছুঁয়ে এসেছে।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: বক্স অফিসে সুপারফ্লপ 'রহেনা হ্যায় তেরে দিল মে', ভেঙেচুরে একাকার মাধবন! কী হয়েছিল? এতদিনে মুখ খুললেন অভিনেতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement