#মুম্বই:আমির খান এমন একজন অভিনেতা যে শুধু বেছে বেছে ছবিই করেন এমন না। তিনি নিজের জীবনে চট করে সবাইকে এন্ট্রিও দেন না। কাউকে বিশ্বাস করতে তাঁর সময় লাগে। কিন্তু যাকে তিনি বিশ্বাস করেন একবার তাঁকে সারা জীবন নিজের সঙ্গে জুড়ে রাখেন। তেমনই ছিলেন আমোস। তার সহকারী পরিচালক। শুধু তাই নয় আমোসকে বলা হত আমিরের ছায়সঙ্গী।
কিন্তু আমিরের এই ছায়সঙ্গী আজ তাঁকে ছেড়ে চলে গেলেন। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় আমোসের। হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে বলিউডে ও আমির খানের পরিবারে।
আমোস গত ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন আমির খানের সঙ্গে। যে চার বছর আমির ছবি করেননি। সেই সময় আমোসও কাজ করতে চাননি। কিন্তু আমির খান জোর করে তাঁকে রানি মুখার্জীর সঙ্গে কাজ করতে পাঠান। আমির খানের সব কিছুর খবর রাখতেন তিনি। করতে পারতেন কঠোর পরিশ্রম। তাঁর চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না আমির।