Pariah: ফের নয়া রের্কড! দৃষ্টিহীনরাও হলে এসে দেখলেন 'পারিয়া', এখন অপেক্ষা 'পারিয়া ২' মুক্তির
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Pariah: এবার নয়া রেকর্ড গড়ল 'পারিয়া'৷ বাংলা সিনেমা 'পারিয়া' হলে এসে দেখলেন দৃষ্টিহীনরাও৷
কলকাতা: অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় পরিচালিত বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবি ‘পারিয়া’ মুক্তির পর থেকেই বেশ আলোড়ন ফেলেছে। গতে বাঁধা ছক থেকে বেরিয়ে একটু অন্যভাবেই দর্শকদের মন কেড়ে নিয়েছে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের এই ছবি৷ পথ কুকুরদের প্রতি অবহেলা এবং ভালবাসা দুটো দিকই ছবিতে ফুটে উঠেছে৷ ছবিতে অ্যাকশন হিরো হিসেবে নজর কেড়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়৷ ছবি মুক্তির পর একাধিক সিনেমাহলে হাউসফুল হয়েছে এই ছবি৷ তবে কারোর কাছে যেমন প্রচন্ড ভাল, কারোর কাছে আবার মোটামুটি৷ সব মিলিয়ে বক্স অফিসে ভালই ফল করেছে তথাগত পরিচালিত ‘পারিয়া’৷
এবার নয়া রেকর্ড গড়ল ‘পারিয়া’৷ বাংলা সিনেমা ‘পারিয়া’ হলে এসে দেখলেন দৃষ্টিহীনরাও৷ শুধু তাই নয় কেমন লাগল ছবিটি সেই প্রতিক্রিয়া একজন বলেছেন, আমি একজন দৃষ্টিহীন হয়েও হলে এসেছি সিনেমাটা দেখতে৷ ছবির গল্প, সাউন্ড, এফেক্ট,সব শুনে এখন ‘ পারিয়া ২’-এর জন্য অপেক্ষা করছি৷ অন্য একজন বলেন,পারিয়া আমার খুব ভাল লেগেছে৷ এই গল্পটা বেশ ইউনিক একটা গল্প, যা সচরাচর দেখা যায় না৷ ছবির পরিচালক দারুণ একটি মেসেজ দিয়েছেন যা ভীষণ মন কেড়েছে৷ একজন আবার ছবির প্রশংসা করে বলেছেন, ছবির প্রতিটা সিন নিঁখুত করে বানানো হয়েছে৷ পুরোপুরি দৃষ্টিহীন হয়েও যে বন্ধুদের সাহায্যে ছবিটা বুঝতে পেরেছি এটা খুব ভাল লেগেছে৷
advertisement
advertisement
ছবি প্রসঙ্গে তথাগত বলেছেন, আমি আগে জানতামই না যে দৃষ্টিহীনদের গোটা টিম ‘পারিয়া’ দেখতে এসেছে৷ এটা গোটা টিমের জন্য ভীষণ আনন্দের বিষয় যে ‘পারিয়া’ দেখতে শুধু সাধারণ মানুষরাই আসছেন না, সব ধরণের মানুষরা এই ছবিটা দেখতে আসছেন৷ এটা ভেবেই এতটাই অভিভূত যে বলার কোনও ভাষা নেই৷ ফাইনালি অডিও ভিস্যুয়াল মিডিয়াম এক্সপেরিয়েন্স করাটা যে হয়েছে, সেটাই সবথেকে বড় ব্যাপার৷ এটাই ভীষণ গর্বের একটা বিষয় যে এমন একটা অডিও ভিস্যুয়াল মিডিয়াম তৈরি করতে পেরেছি যেটা সবধরণের মানুষের কাছে পৌঁছতে পেরেছে৷
advertisement
শুধু বাংলাতেই নয়, বাংলার বাইরেও ভারতের অন্যান্য সিনেমাহলে দারুণ ব্যবসা করেছে এই ছবি৷ ফুটপাতের কুকুরদের গল্প কম-বেশি সকলেরই মন ছুঁয়েছে৷ ওদের হয়ে না আছে কথা বলার কেউ, না ওদের পাশে দাঁড়ানোর কেউ, তাই সেই সমস্ত পথকুকুরদের কথাই তুলে ধরেছে পারিয়া৷ বাংলায় সাফল্যের পর দেশের অন্যান্য রাজ্য যেমন, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ত্রিপুরা, পুনে-সহ বেশ কিছু জায়গায় ছবিটি দেখানো হয়েছে৷ উল্লেখ্য, ছবির সাফল্যে পরিচালক তথাগত সকলের উদ্দেশ্যে ঘোষণা করে বলেছেন, ‘পারিয়া ২’ আসছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 6:52 PM IST