Pariah: ফের নয়া রের্কড! দৃষ্টিহীনরাও হলে এসে দেখলেন 'পারিয়া', এখন অপেক্ষা 'পারিয়া ২' মুক্তির

Last Updated:

Pariah: এবার নয়া রেকর্ড গড়ল 'পারিয়া'৷ বাংলা সিনেমা 'পারিয়া' হলে এসে দেখলেন দৃষ্টিহীনরাও৷

ফের নয়া রের্কড! দৃষ্টিহীনরাও হলে এসে দেখলেন 'পারিয়া', এখন অপেক্ষা ' পারিয়া ২' মুক্তির
ফের নয়া রের্কড! দৃষ্টিহীনরাও হলে এসে দেখলেন 'পারিয়া', এখন অপেক্ষা ' পারিয়া ২' মুক্তির
কলকাতা: অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় পরিচালিত বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবি ‘পারিয়া’ মুক্তির পর থেকেই বেশ আলোড়ন ফেলেছে। গতে বাঁধা ছক থেকে বেরিয়ে একটু অন্যভাবেই দর্শকদের মন কেড়ে নিয়েছে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের এই ছবি৷ পথ কুকুরদের প্রতি অবহেলা এবং ভালবাসা দুটো দিকই ছবিতে ফুটে উঠেছে৷ ছবিতে অ্যাকশন হিরো হিসেবে নজর কেড়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়৷ ছবি মুক্তির পর একাধিক সিনেমাহলে হাউসফুল হয়েছে এই ছবি৷ তবে কারোর কাছে যেমন প্রচন্ড ভাল, কারোর কাছে আবার মোটামুটি৷ সব মিলিয়ে বক্স অফিসে ভালই ফল করেছে তথাগত পরিচালিত ‘পারিয়া’৷
এবার নয়া রেকর্ড গড়ল ‘পারিয়া’৷ বাংলা সিনেমা ‘পারিয়া’ হলে এসে দেখলেন দৃষ্টিহীনরাও৷ শুধু তাই নয় কেমন লাগল ছবিটি সেই প্রতিক্রিয়া একজন বলেছেন, আমি একজন দৃষ্টিহীন হয়েও হলে এসেছি সিনেমাটা দেখতে৷ ছবির গল্প, সাউন্ড, এফেক্ট,সব শুনে এখন ‘ পারিয়া ২’-এর জন্য অপেক্ষা করছি৷ অন্য একজন বলেন,পারিয়া আমার খুব ভাল লেগেছে৷ এই গল্পটা বেশ ইউনিক একটা গল্প, যা সচরাচর দেখা যায় না৷ ছবির পরিচালক দারুণ একটি মেসেজ দিয়েছেন যা ভীষণ মন কেড়েছে৷ একজন আবার ছবির প্রশংসা করে বলেছেন, ছবির প্রতিটা সিন নিঁখুত করে বানানো হয়েছে৷ পুরোপুরি দৃষ্টিহীন হয়েও যে বন্ধুদের সাহায্যে ছবিটা বুঝতে পেরেছি এটা খুব ভাল লেগেছে৷
advertisement
advertisement
ছবি প্রসঙ্গে তথাগত বলেছেন, আমি আগে জানতামই না যে দৃষ্টিহীনদের গোটা টিম ‘পারিয়া’ দেখতে এসেছে৷ এটা গোটা টিমের জন্য ভীষণ আনন্দের বিষয় যে ‘পারিয়া’ দেখতে শুধু সাধারণ মানুষরাই আসছেন না, সব ধরণের মানুষরা এই ছবিটা দেখতে আসছেন৷ এটা ভেবেই এতটাই অভিভূত যে বলার কোনও ভাষা নেই৷ ফাইনালি অডিও ভিস্যুয়াল মিডিয়াম এক্সপেরিয়েন্স করাটা যে হয়েছে, সেটাই সবথেকে বড় ব্যাপার৷ এটাই ভীষণ গর্বের একটা বিষয় যে এমন একটা অডিও ভিস্যুয়াল মিডিয়াম তৈরি করতে পেরেছি যেটা সবধরণের মানুষের কাছে পৌঁছতে পেরেছে৷
advertisement
শুধু বাংলাতেই নয়, বাংলার বাইরেও ভারতের অন্যান্য সিনেমাহলে দারুণ ব্যবসা করেছে এই ছবি৷ ফুটপাতের কুকুরদের গল্প কম-বেশি সকলেরই মন ছুঁয়েছে৷ ওদের হয়ে না আছে কথা বলার কেউ, না ওদের পাশে দাঁড়ানোর কেউ, তাই সেই সমস্ত পথকুকুরদের কথাই তুলে ধরেছে পারিয়া৷ বাংলায় সাফল্যের পর দেশের অন্যান্য রাজ্য যেমন, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ত্রিপুরা, পুনে-সহ বেশ কিছু জায়গায় ছবিটি দেখানো হয়েছে৷ উল্লেখ্য, ছবির সাফল্যে পরিচালক তথাগত সকলের উদ্দেশ্যে ঘোষণা করে বলেছেন, ‘পারিয়া ২’ আসছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pariah: ফের নয়া রের্কড! দৃষ্টিহীনরাও হলে এসে দেখলেন 'পারিয়া', এখন অপেক্ষা 'পারিয়া ২' মুক্তির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement