Attack on Kapil Sharma’s Café: ‘এবার গুলি সোজা বুকে, মেরে ফেলব’! কপিলের ক‍্যাফেতে হামলা বি*ষ্ণোই গ‍্যাংয়ের, বিস্ফোরক অডিও ক্লিপে ফের হুমকি, অমিত শাহের দ্বারস্থ ফিল্ম সংগঠনের

Last Updated:

Attack on Kapil Sharma’s Café: ফেসবুকের মাধ‍্যমে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে বি*ষ্ণোই গ‍্যাং।

‘এবার গুলি সোজা বুকে, মেরে ফেলব’! কপিলের ক‍্যাফেতে হামলা লরেষ্ণ বিষ্ণোই গ‍্যাংয়ের, বিস্ফোরক অডিও ক্লিপে ফের হুমকি, অমিত শাহের দ্বারস্থ ফিল্ম সংগঠনের
‘এবার গুলি সোজা বুকে, মেরে ফেলব’! কপিলের ক‍্যাফেতে হামলা লরেষ্ণ বিষ্ণোই গ‍্যাংয়ের, বিস্ফোরক অডিও ক্লিপে ফের হুমকি, অমিত শাহের দ্বারস্থ ফিল্ম সংগঠনের
মুম্বই: একই মাসের মধ‍্যেই দু’দুবার হামলা কপিল শর্মার ক‍্যাফেতে। কানাডায় একেবারে দিনের আলোতেই কৌতুক অভিনেতার ক‍্যাফেতে চলেছে একাধিক গুলি। ফেসবুকের মাধ‍্যমে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে লরেন্স বিষ্ণোই গ‍্যাং। সলমনের সঙ্গে কাজ করার জন‍্যই এই হামলা, জানিয়ে দিয়েছে বিষ্ণোইয়ের দল। ঘটনার তীব্র নিন্দা করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ‍্যাসোসিয়েসন (AICWA)। শিল্পীদের নিরপত্তা চেয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ AICWA।
লরেন্স বিষ্ণোই গ‍্যাংয়ের সদস‍্য গ্যাংস্টার হ‍্যারি বক্সার একটি বিস্ফোরক অডিও ক্লিপে কপিল শর্মার ক‍্যাফেতে হামলার ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে। পাশাপাশি ওই অডিও বার্তায় সাফ জানান হয়েছে, ‘‘সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই কপিল শর্মার ক্যাফেতে গোলাগুলি করা হয়েছে। ভবিষ্যতে কেউ সলমনের সঙ্গে কাজ করলে তারও চরম পরিণতি হবে। এবার সোজা বুকে গুলি চলবে।’’ সরাসরি খুনের হুমকি বিষ্ণোই গ‍্যাংয়ের।
advertisement
advertisement
ভারতীয় চলচ্চিত্র জগতের এটি ‘সরাসরি হুমকি’, বিষ্ণোই গ‍্যাংয়ের হুমকির তীব্র নিন্দা করে জানিয়েছে AICWA। AICWA-এর সভাপতি সুরেশ শ‍্যামল গুপ্ত ঘটনাটিকে ৯০-এর দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের ভয় দেখানোর সেই সময়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘‘এটি শুধুমাত্র কপিল শর্মার ব‍্যপার নয়। এটি ভারতীয় চলচ্চিত্র শিল্পের উপর নির্ভরশীল লক্ষ লক্ষ জীবিকার সঙ্গে সম্পর্কিত। এই ধরনের হিংসাত্মক কাজগুলি শিল্পীদের মধ্যে ভয় সঞ্চার করার এবং দেশের সাংস্কৃতিক মেরুদণ্ডকে ব্যাহত করার চেষ্টা।’’
advertisement
AICWA এর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সলমন খান, বাবা সিদ্দিকি এবং সম্প্রতি অভিনেতা সইফ আলি খানের মতো বিশিষ্ট ব‍্যক্তিদের উপর হুমকি এবং হামলার ঘটনাও ঘটেছে। AICWA জানিয়েছে, এই ধরণের ঘটনা শিল্পীদের আতঙ্কিত করার জন্য একটি “ইচ্ছাকৃত প্রচারণার” অংশ। অবিলম্বে সরকারী পদক্ষেপের আহ্বান জানিয়েছে AICWA।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Attack on Kapil Sharma’s Café: ‘এবার গুলি সোজা বুকে, মেরে ফেলব’! কপিলের ক‍্যাফেতে হামলা বি*ষ্ণোই গ‍্যাংয়ের, বিস্ফোরক অডিও ক্লিপে ফের হুমকি, অমিত শাহের দ্বারস্থ ফিল্ম সংগঠনের
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement