স্তুতি নয়, ঋতুপর্ণ যেমন ছিলেন সেটাই বলবে ‘বার্ড অফ ডাস্ক’

Last Updated:
#কলকাতা: ঋতু আসে ঋতু যায় ৷ তবে টলি পাড়ায় সেই ঋতুর ছোঁয়া কই! পাঁচটা বছর কেটে গিয়েছে ঋতুর ছোঁয়া নেই টলি পাড়ার আনাচে কানাচে ৷ পাঁচবছর পেরিয়ে গিয়েছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের প্রয়াণের। মাত্র ৪৯ বছর বয়সে সময়ের আগেই যেন বিদায় জানিয়েছেন। তার ব্যক্তিগত জীবন এবং চলচ্চিত্র জীবন নিয়ে তারই বন্ধু সঙ্গীতা দত্ত তৈরি করেছেন একটি তথ্যচিত্র। ‘বার্ড অফ ডাস্ক’ নামে বিশেষ এই তথ্যচিত্রটি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে এ মাসে।
চমৎকার গল্প বলার ধরন, দেখার চোখ এবং লিঙ্গ রাজনীতি, নারীবাদ, প্রেম ও আকাঙ্ক্ষা নিয়ে স্বতঃস্ফূর্ত আলোচনার জন্য তিনি যেমন সমালোচিত, তেমনি আলোচিতও ছিলেন। ভারতীয় চলচ্চিত্রে নব্বই দশকের সবচেয়ে নিখুঁত চলচ্চিত্র নির্মাতা ধরে নেওয়া হয় তাঁকে। জীবদ্দশায় ২০ বছরে তৈরি করেছেন ২০টি চলচ্চিত্র। যার মধ্যে ১২টি চলচ্চিত্রের জন্য পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও বিভিন্ন নামি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুনাম কুড়িয়েছে তাঁর নির্মিত চলচ্চিত্রগুলো।
advertisement
01
advertisement
সঙ্গীতা দত্ত’র সঙ্গে ঋতুপর্ণের বন্ধুত্ব ছিল অনেক বছরের। দু’জনের সম্পর্ক নিয়ে সঙ্গীতা বলেন— ‘তিনি আমার অনেক পুরনো বন্ধু। আমরা একসঙ্গে কলেজে ভর্তি হয়েছিলাম। তিনি ইতিহাসের ও আমি সাহিত্যের শিক্ষার্থী ছিলাম। কলেজের পর অনেকদিন আমাদের দেখা নেই।’
••‘‘ আমি বলতে বলতে ক্লান্ত, একসঙ্গে থাকাটা দাম্পত্য জীবনের সব নয়। সারা জীবন পাশাপাশি থেকেও স্বামী-স্ত্রীর খারাপ সম্পর্ক আমি দেখেছি। দূরত্বটাও জরুরি। তাতে পারস্পরিক প্রয়োজনটা বোঝা যায়। আমার আর বুম্বাদার জীবনে যাই থাকুক না কেন, আমি যদি কোনও সমস্যায় পড়ি ও-ই সবচেয়ে আগে এগিয়ে আসবে। আমার দিক থেকেও তাই।’’
advertisement
দুজনের অবশ্য এরপরে দেখা হয় লন্ডনেই। মার্কিন যুক্তরাষ্ট্রে ঋতুপর্ণের প্রথম চলচ্চিত্র প্রদর্শনের পর সঙ্গীতা তাঁকে লন্ডনে আসার আমন্ত্রণ জানান। ঋতুপর্ণের ‘বাড়িওয়ালি’ এবং ‘উৎসব’-এর প্রদর্শনীও কিন্তু হয় লন্ডনেই। সমসাময়িক তাঁর আরও কিছু দুর্দান্ত চলচ্চিত্র রয়েছে।
1
বেশ কিছুটা সময় বিরতি দিয়ে সঙ্গীতা ঋতুপর্ণের সহকারী পরিচালক হিসেবেও কাজ শুরু করেন। ২০০৩ সালে পরপর তিনটি সিনেমার কাজ শুরু করেন বাড়িওয়ালি চলচ্চিত্রে এ নির্মাতা। সঙ্গীতা বলেন— ‘‘ঋতুপর্ণ শুধুমাত্র একজন ভাল নির্মাতাই নন, তিনি বেশ ভাল গল্প, কবিতাও লিখতে জানতেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তাঁকে নিয়ে আমি একটি বই লিখেছিলাম। তথ্যচিত্রটি সেটিকে অনুসরণ করেই তৈরি। এটা অবশ্য কোনও আত্মজীবনী ধরনের কিছু নয়। এখানে তাঁর সম্পর্কে স্তুতিবাক্য পাঠ করা হয়নি, কিন্তু তিনি যা, তাই তুলে ধরা হয়েছে।’’
advertisement
3
ঋতুপর্ণ ঘোষকে নিয়ে তৈরি এ তথ্যচিত্রটির ইতি টানা হয়েছে ৯০ মিনিটে। তাঁর কাজ, স্টাইল এ সব বিশ্লেষণ করেছেন তাঁর সঙ্গে কাজ করেছেন এমন অনেক তারকা। যাদের মধ্যে রয়েছেন শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, নন্দিতা দাস, প্রসেনজিত্ চ্যাটার্জি, অর্জুন রামপাল, কঙ্কনা সেন শর্মার মতো অভিনেতারা। এছাড়াও নির্মাতা কৌশিক গাঙ্গুলির আরেকটি প্রেমের গল্প চলচ্চিত্রে একজন তৃতীয় লিঙ্গের নির্মাতা হিসেবে অভিনয় করেছিলেন ঋতুপর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্তুতি নয়, ঋতুপর্ণ যেমন ছিলেন সেটাই বলবে ‘বার্ড অফ ডাস্ক’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement