Bipasha Basu Viral Video: বর্ষবরণের রাতে এ কী কাণ্ড করলেন বিপাশা? সঙ্গে ছিল ছোট্ট মেয়েও! দেখুন ভাইরাল ভিডিও
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Raima Chakraborty
Last Updated:
Bipasha Basu Viral Video: ক্যামেরাবন্দি সেই আবেগঘন মুহূর্তই ভাগ করে নিলেন অভিনেত্রী বিপাশা বসু।
মুম্বই: নতুন বছরে একরত্তি কন্যা দেবীর সঙ্গে নাচে মজলেন অভিনেত্রী বিপাশা বসু। ক্যামেরাবন্দি সেই আবেগঘন মিষ্টি মুহূর্তই ভাগ করে নিলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট হতেই যেন আবেগে ভাসলেন ভক্তরা। মা-মেয়ের এই জুটিকে ভালবাসায় ভরিয়ে দিলেন তাঁরা। বিপাশা এবং দেবী দু’জনকেই কালো পোশাকে ট্যুইনিং করতে দেখা গিয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে শিশুকন্যা দেবীর নাচের তালে পা মিলিয়েছেন স্বয়ং বিপাশা। মা-মেয়ে দুজনকেই বেশ খোশমেজাজে আনন্দ করতে দেখা গিয়েছে। খিলখিল করে হেসে টলমল করা পায়ে যেন মায়ের দিকে এগিয়ে যেতে দেখা যায় দেবীকে। আরামদায়ক এবং এলিগ্যান্ট কালো ড্রেস সেটে স্টাইলিশ অথচ ছিমছাম লুকে দেখা যাচ্ছে বিপাশাকে। আর দেবীকে দেখা গেল মিষ্টি একটা কালো রঙা এ-লাইন ফ্রকে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন যে, ২০২৫ সালের নাচ, বছরের সেরা ভাইব।
advertisement
advertisement
advertisement
এক ভক্ত লিখেছেন যে, “আমার পুতুল দেবী!! কী এনার্জি! শেয়ার করার জন্য এবং আমাদের মন ভাল করে দেওয়ার জন্য ধন্যবাদ বিপাশা।” অন্য এক ভক্ত আবার লিখেছেন যে, “নাচের দিক থেকে তো মায়ের জিন পেয়েছে একরত্তি মেয়েটা। এই বয়সেই নিজের সৌন্দর্য আর ক্লাস প্রদর্শন করছে সে।”
আরও পড়ুন: হুগলির স্কুলে গিয়ে মিড-ডে মিল খেলেন রচনা, খাবার মুখে দিতেই হতবাক নেত্রী! কী বললেন জানেন?
গত ২৫ ডিসেম্বর আনন্দের সঙ্গে বড়দিন উদযাপন করেছিলেন তারকা জুটি বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেই উদযাপনের মিষ্টি আদুরে ছবি এবং ভিডিও তাঁরা ভাগ করে নিয়েছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ওই পোস্টে তারকা দম্পতি নিজেদের একরত্তি মেয়ের ঝলক প্রকাশ করেছেন। সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত এবং সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি-র ছবিও তুলে ধরেছেন তাঁরা। তবে এর মধ্যে দেবী আর বিপাশার একটি ছবি সকলের নজর কেড়ে নিয়েছেন। আসলে আদুরে ওই ছবিতে বিপাশার দিকে পাউট করতে দেখা গিয়েছে ছোট্ট দেবীকে। আবার আর একটি ছবিতে দেখা যাচ্ছে যে, সাজানো ক্রিসমাস ট্রি-র পাশে পাউট করে রয়েছে দেবী।
advertisement
কেরিয়ারের কথা বলতে গেলে ২০০১ সালে রুপোলি পর্দায় পা রেখেছিলেন বিপাশা বসু। ‘অজনবী’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর ২০০২ সালে বিক্রম ভাটের সুপারন্যাচরাল হরর থ্রিলার ‘রাজ’ ছবিতে অভিনয় করে খ্যাতির শীর্ষে উঠে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর ‘চোর মচায়ে শোর’, ‘জিসম’, ‘নো এন্ট্রি’, ‘ধুম ২’, ‘রেস’, ‘বচনা অ্যায় হাসিনো’ এবং ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’-এর মতো স্মরণীয় ছবি এসেছে তাঁর ঝুলিতে। শেষ বার বিপাশাকে দেখা গিয়েছিল ক্রাইম থ্রিলার সিরিজ ডেঞ্জারাস-এ। তারপর থেকে রুপোলি দুনিয়া থেকে দূরেই রয়েছেন তিনি। এমনকী তাঁর আসন্ন কাজ নিয়েও কোনও আপডেট পাওয়া যায়নি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2025 8:45 PM IST








