Bipasha and Karan Welcome their first baby: মা হলেন বিপাশা বসু, জানালেন সদ্য়োজাতর নামও

Last Updated:

Bipasha and Karan Welcome their first baby: ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন বিপাশা এবং করণ সিং গ্রোভার

মুম্বই : আলিয়া, দেবিনার পর বলিউডে এ বার মা হলেন বিপাশা বসু৷ শনিবার এই বঙ্গতনয়া জন্ম দিয়েছেন কন্যাসন্তানের৷ তাঁর ঘনিষ্ঠজনরা এ খবরের সত্যতা স্বীকার করেছেন৷ এর আগে বিপাশা ও করণ জানিয়েছিলেন তাঁরা কন্যাসন্তান চান৷
অগাস্টে সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছিলেন তিনি এবং তাঁর স্বামী করণ কন্যাসন্তানের মা-বাবা হতে চান৷ এমনকি গর্ভস্থ সন্তানকে তাঁরা ইংরেজিতে ‘শি’ বলেও উল্লেখ করেছিলেন৷
বিপাশা বলেছিলেন, ‘‘যেদিন থেকে আমরা পরিবার পরিকল্পনা করেছি সেদিন থেকেই আমাদের আশা কন্যাসন্তানের বাবা মা হওয়ার৷ আমি জানি পথিবীতে একটি শিশুই সেরা উপহার৷ সবথেকে বড় কথা হল যে কোনও লিঙ্গের সন্তানই আমাদের কাছে সমান আদৃত ও স্বাগত৷ তবে আমরা আমাদের সন্তানকে কন্যা হিসেবেই উল্লেখ করছি৷ আমাদের বিশ্বাস সে কন্যাই, এবং যে দিন থেকে আমরা সন্তান চেয়েছি, এটাই বিশ্বাস করে এসেছি৷’’
advertisement
advertisement
শনিবার পরে বিপাশার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে তাঁদের কন্যাসন্তান জন্মানোর খবর জানানো হয়৷ জানিয়ে দেওয়া হয় মেয়ের কী নাম রেখেছেন তাঁরা, সেটাও৷ সদ্যোজাত কন্যার নাম বিপাশা ও করণ রেখেছন ‘দেবী’৷ পদবিতে আছে মা ও বাবার দু’জনের পরিচয়ই৷ নবজাতকের সম্পূর্ণ নাম দেবী বসু সিং গ্রোভার৷
View this post on Instagram

A post shared by Bipasha Basu (@bipashabasu)

advertisement
২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন বিপাশা এবং করণ সিং গ্রোভার৷ এর পর ২০১৮-এ বিপাশার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর গুঞ্জরিত হয়৷ কিন্তু সেটা যে ভুল, তা ট্যুইট করে জানিয়েছিলেন বিপাশা নিজেই৷
advertisement
আরও পড়ুন :  সময়ের আগেই এল সন্তান! দ্বিতীয় বার মা-বাবা হলেন গুরমিত-দেবিনা
এর পর চলতি বছর ১৬ অগাস্ট করণ ও বিপাশা তাঁদের পরিবারে যে নতুন সদস্য আসতে চলেছে সে খবর জানান সামাজিক মাধ্যমে৷ বেবি বাম্পের ছবি দিয়ে বিপাশা লেখেন তাঁদের দু’জনের পরিবার এ বার তিন জনের হতে চলেছে৷ পাশে থাকার জন্য ভক্ত ও অনুরাগীদের ধন্যবাদও জানান তিনি৷ বিপাশার মাতৃত্বের খবরে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bipasha and Karan Welcome their first baby: মা হলেন বিপাশা বসু, জানালেন সদ্য়োজাতর নামও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement