সময়ের আগেই এল সন্তান! দ্বিতীয় বার মা-বাবা হলেন গুরমিত-দেবিনা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
গুরমিতের এই পোস্টে শুভেচ্ছাবার্তার বন্যা। তারকা-দম্পতিকে ভালবাসা জানিয়েছেন তাঁদের সহকর্মা এবং অনুরাগীরা।
#কলকাতা: খুশির হাওয়া গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দ্যোপাধ্যায়ের সংসারে। দ্বিতীয় বার মা-বাবা হলেন তাঁরা। শুক্রবার কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সুখবর দিলেন গুরমিত।
একটি ছবি দিয়েছেন গুরমিত। দেখা যাচ্ছে, সযত্নে দেবিনার কপালে চুমু এঁকে দিচ্ছেন অভিনেতা। তাঁর স্ত্রীর হাতে একগুচ্ছ গোলাপী বেলুন। ছবির এক পাশে সেই একই রঙের হরফে লেখা, 'আমাদের মেয়ে হয়েছে।'
অভিনেতা লিখেছেন, 'আমাদের ছোট্ট মেয়েকে পৃথিবীতে স্বাগত জানালাম। আবার অভিভাবক হতে পেরে আমরা খুবই খুশি। কিন্তু এই মূহুর্তে আমাদের ব্যক্তিগত পরিসরে কোনও রকম হস্তক্ষেপ চাইছি না। কারণ সময়ের আগেই আমাদের সন্তান পৃথিবীতে এসেছে। আমাদের আশীর্বাদ করবেন। এ ভাবেই ভালবাসবেন।'
advertisement
advertisement
advertisement
গুরমিতের এই পোস্টে শুভেচ্ছাবার্তার বন্যা। তারকা-দম্পতিকে ভালবাসা জানিয়েছেন তাঁদের সহকর্মা এবং অনুরাগীরা।
advertisement
প্রথম সন্তান জন্ম দেওয়ার চার মাসের মধ্যে দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছিলেন গুরমিত এবং দেবিনা। এত অল্প সময়ের ব্যবধানে ফের অন্তস:ত্ত্বা হয়ে পড়ায় কম কটাক্ষ ধেয়ে আসেনি অভিনেত্রীর দিকে! তবে নেতিবাচকতাকে তোয়াক্কা করেননি তিনি। বরং নজর দিয়েছেন নিজেকে ভাল রাখার দিকে। এ বার তিন থেকে চার হলেন তাঁরা। শুরু নতুন অধ্যায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2022 2:46 PM IST