#মুম্বই: ১২ নভেম্বর, ২০২২।
কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন বিপাশা বসু । মেয়ের নাম রেখেছেন দেবী। দেখতে দেখতে তার এক মাস বয়স হল। উদযাপনেও ঘাটতি নেই। দেবীর হয়ে কেক কাটলেন তার মা - বাবা। বিপাশা এবং করণ সিং গ্রোভার।
আনন্দের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন দুই তারকা । মেয়ের জন্য 'হ্যাপি বার্থ ডে' গাইলেন । তার পরেই কাটা হল কেক । দু ' জনের মুখেই উজ্জ্বল হাসি ।
View this post on Instagram
সেই ভিডিও দিয়ে বিপাশা লিখেছেন, 'যাঁরা দেবীকে এতটা ভালবাসা এবং আশীর্বাদ দিয়েছেন, তাদের ধন্যবাদ । আমরা কৃতজ্ঞ । 'পোস্টের শেষে 'দুর্গা দুর্গা' রব তুলেছেন মুম্বইয়ের বাঙালিনী। তাঁদের ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। পোস্টেক কমেন্ট বক্সে শুভেচ্ছাবার্তার বন্যা।
আরও পডুন: বাবা হতে চলেছেন 'আরআরআর' খ্যাত রামচরণ, ছেলে-পুত্রবধূর হয়ে সুখবর দিলেন চিরঞ্জীবী
আরও পড়ুন: ৭২-এ চিরতরুণ থালাইভা রজনীকান্ত! কিং খানও জন্মলগ্নে শ্রদ্ধায় নত, করলেন পোস্ট
২০১৫ সালে ভালবেসে বিয়ে করেছিলেন বিপাসা এবং করণ। চলতি বছরের অগস্টে নায়িকার অন্ত:সত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তাঁরা। নভেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন বিপাশা। আপাতত একরত্তিকে ঘিরেই আবর্তিত তাঁদের পৃথিবী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bipasha Basu, Karan Singh Grover