বোধনেই বড়পর্দায় 'বিজয়া দশমী', এ বার পুজোয় হাড্ডাহাড্ডি লড়াই টলিউডের বক্সঅফিসে

Last Updated:

Upcoming Bengali Movies in Durga Puja 2022 : আশায় বুক বাঁধছেন প্রযোজক থেকে পরিচালক, অভিনেতা থেকে সুরকার প্রত্যেকে

দুর্গাপুজোর ফ্লেভারকে মাথায় রেখে পুজোয় মুক্তি পাচ্ছে সৌভিক দে-এর ছবি" বিজয়া দশমী"
দুর্গাপুজোর ফ্লেভারকে মাথায় রেখে পুজোয় মুক্তি পাচ্ছে সৌভিক দে-এর ছবি" বিজয়া দশমী"
কলকাতা : করোনার আতঙ্ক দূরে সরিয়ে এ বছর পুজোয় মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ছবি। তালিকায়  রয়েছে পারিবারিক ছবি থেকে রোমান্টিক, সাসপেন্স থ্রিলার, বায়োপিক ও বাস্তবধর্মী-নানা স্বাদের ছবি। গত দু'বছর অতিমারির দাপটে সেভাবে পুজোর ছবি মুক্তি পায়নি। সিনেপ্রেমীরাও কোভিড আতঙ্কে হলমুখী হননি। তবে এ বছর পরিস্থিতি বদলেছে। মানুষ ধীরে ধীরে নেক্সট নরমালের দিকে এগোচ্ছে। আর সে কথা মাথায় রেখেই এবার পুজোয় মুক্তি পেতে চলেছে পাঁচ থেকে ছটা বাংলা ছবি। তাই আশায় বুক বাঁধছেন প্রযোজক থেকে পরিচালক, অভিনেতা থেকে সুরকার প্রত্যেকে। দুর্গাপুজোর ফ্লেভারকে মাথায় রেখে পুজোয় মুক্তি পাচ্ছে সৌভিক দে-এর ছবি" বিজয়া দশমী"।
বাংলা থ্রিলার সিনেমা “বিজয়া দশমী” এর  ট্রেলার ও মিউজিক ইতিমধ্যেই  লঞ্চ করা হয়েছে । দর্শকরা আভাসও পেয়েছে যে , ‘বিজয়া দশমী’ ছবিটি মূলত ক্রাইম থ্রিলার ঘরানার। পরিচালক সৌভিক দে ছবিটি সম্পর্কে বলেন,"শহরে মধ্যবয়স্ক মহিলারা একের পর এক খুন হয়ে যাচ্ছে.... এরই মাঝে একজন যুবক তাঁর মাকে মহালয়ার দিন হারিয়ে ফেলেন এবং পুলিশের দ্বারস্থ হন। পুলিশি তদন্তে অনেক অজানা এবং হাড়হিম করা তথ্য উঠে আসে। ওই যুবক  কি ওঁর মাকে আদৌ খুঁজে পাবে, নাকি সিরিয়াল কিলারের সঙ্গে এই মিসিং কেসটাও কোনওভাবে জড়িত । ক্লাইম্যাক্সে রয়েছে এমন কিছু টুইস্ট এন্ড টার্নস যা হবে সকলের কল্পনার অতীত। "
advertisement
advertisement
আরও পড়ুন :  প্রয়াত ফরাসি পরিচালক গোদার, ৯১ বছর বয়সে বিদায় 'ব্রেথলেস' নির্মাতার
ট্রেলারে দেখা যাচ্ছে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়  পুলিশ কর্মকর্তার ভূমিকায় রয়েছেন এবং রজতাভ দত্তকে দেখা যাবে বিশেষ এক ভূমিকায় । অনেকদিন পর বাংলা সিনেমায় এরকম থ্রিলারধর্মী ছবি আবার  আসতে চলেছে এবং সেটি পুজোতে রিলিজ করবে বলে আরও একটা বাড়তি রোমাঞ্চ কাজ করছে দর্শকদের মধ্যে   । এই সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন প্রতীক কুন্ডু এবং সৈনিক ঘোষ। রয়েছে একটি অসাধারণ টাইটেল ট্র্যাক যেটি গেয়েছেন রূপঙ্কর বাগচী। ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন প্রতীক কুন্ডু যেখানে দর্শক মিউজিক নিয়ে অন্যরকমের এক্সপেরিমেন্ট দেখতে পাবেন। এখন শুধু দেখার যে পুজোর হাফ ডজন বাংলা ছবির মধ্যে "বিজয়া দশমী" দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে।কারণ এই পুজোয় বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই।কেউ কাউকে একটুও জমি ছাড়তে নারাজ ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
বোধনেই বড়পর্দায় 'বিজয়া দশমী', এ বার পুজোয় হাড্ডাহাড্ডি লড়াই টলিউডের বক্সঅফিসে
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement