Bigg Boss OTT 2: পোশাক খুলে এ কেমন অসভ্যতামি, জাদের নোংরামিতে বেজায় চটলেন সলমন, তারপর যা হল...

Last Updated:

Bigg Boss OTT 2: চুম্বন বিতর্কের মধ্যেই বেবিকা ধ্রুব নামে এক প্রতিযোগীকে প্যান্ট খুলে নিতম্বে দেখিয়েছেন জাদ৷ জাদে কাণ্ডকারখানায় রীতিমতো রেগে আগুন হয়েছেম সলমন খান৷

মুম্বই: বিগ বস মানেই জোর চর্চা৷ প্রতিদিনই কোনও না কোনও নতুন ঘটনা ঘটেই চলেছে, আর যার কারণে শিরোনামে উঠে আসছেন প্রতিযোগীরা৷ সম্প্রতি শুরু হয়েছে বিগ বস ওটিটির দ্বিতীয় সিজন৷ যেখানে সঞ্চালনা করছেন সলমন খান৷ তবে বিগ বসের ঘরে প্রকাশ্যে যা কাণ্ড ঘটছে, তা দেখে সকলেরই চক্ষু চড়কগাছ৷
বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে ক্যামেরার সামনেই একে অপরকে চুম্বন করে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী৷ ইতিমধ্যেই এই চুম্বন এখন টক অফ দ্য টাউন৷ নেটদুনিয়ায় এই চুম্বন নিয়ে কম চর্চা হচ্ছে না৷ এই বিতর্কের মধ্যেই বেবিকা ধ্রুব নামে এক প্রতিযোগীকে প্যান্ট খুলে নিতম্বে দেখিয়েছেন জাদ৷ জাদে কাণ্ডকারখানায় রীতিমতো রেগে আগুন হয়েছেম সলমন খান৷ একের পর এক আপত্তিজনক ঘটনার জেরে এবার লেবানিজ মডেল জাদ হাদিদকে তুলোধনা করলেন সলমন খান৷
advertisement
advertisement
উইকেন্ড কা ভার এপিসোডে জাদকে সলমন সটান বলে, এসব আবু ধাবিতে গিয়ে করবেন৷ জিসিসি বেল্টে গিয়ে এসব কাজ করে দেখবেন কিংবা সৌদি আরবে গিয়ে করলে বুঝব৷ নিজের অসভ্যতামির জন্য সলমনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেন, তিনি এটা ভুল করে করেছেন৷ সলমন ফের রেগে গিয়ে বলেন, কখন ক্ষমা চেয়েছেন? এখন আমি বলার পর? জাদ উত্তরে জানান, আমি আগেই ক্ষমা চেয়েছিলাম যদিও বেবিকা তখন ভাল মুডে ছিল না তাই পুরো বিষয়টা ওকে বোঝানো সম্ভব হয়নি৷ ক্ষমা চাওয়ার পরেও নিজেকে শান্ত রাখতে পারেননি সলমন৷ জাদকে একাধিক কথা শুনিয়েছেন ভাইজান৷ যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ আর না করে৷ সলমনের থেকে বকা খাওয়ার পর সকলের কাছে মাথা নত করে ফের ক্ষমা চেয়ে বলেন, আমি সম্পূর্ণ ভাবে নিজের উপর এই দোষ নিচ্ছি৷ বাড়ির প্রতিটা সদস্যের কাছে ক্ষমা চাইছি৷ আমি বুঝেছি যে আমি কত বড় ভুল করেছি৷ আমি আমার মেয়ের শপথ করে বলছি এমন আর কোনওদিন হবেন ৷ মেয়ের কথা শুনে রীতিমতো আঁতকে উঠেন ভাইজান এবং এটাও জাদকে বলেন, মেয়ের কথা ভেবে এমনটা করা আপনার একদমই উচিত হয়নি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss OTT 2: পোশাক খুলে এ কেমন অসভ্যতামি, জাদের নোংরামিতে বেজায় চটলেন সলমন, তারপর যা হল...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement