Bigg Boss 16 Winner: বিগবসের ঘরে ১৯ সপ্তাহ বন্দি থেকে শেষ হাসি হাসলেন কে? বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শোয়ের বিজেতা হলেন...
- Published by:Rachana Majumder
Last Updated:
Bigg Boss 16 Winner: প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, শালিন ভানোট, অর্চনা গৌতম, শিব ঠাকরে এবং এমসি স্ট্যানের মধ্যে চলে জোর টক্কর৷
মুম্বই: হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো বিগবস৷ বরাবর দর্শকদের চর্চার মধ্যেই থেকে এসেছে এই রিয়্যালিটি৷ এই শোকে হাতিয়ার করে সামনে এসেছে বিতর্কিত অধ্যায়, প্রেম, বিচ্ছেদ৷ ১৬ নম্বর সিজনে পা রাখা বিগবসের গ্র্যান্ড ফিনালে আজ রবিবার৷ শেষ হাসি হাসবে কে তা নিয়ে দর্শকদের মধ্যে ছিল জোর জল্পনা৷ এমসি স্ট্যান এবং শিব ঠাকরের মধ্যেই চলছিল জোর টক্কর৷ শেষমেষ বহু প্রতীক্ষিত বিগ বস সিজন ১৬-এর বিজেতা হলেন এমসি স্ট্যান৷ দর্শকরা অবশ্য ভাবছিলেন প্রিয়াঙ্কা এবং শিবের মধ্যেই কেউ জয়ী হবেন৷
The Ultimate Top-2 Of The #BiggBoss16 🔥🏆
Who do you think will lift the trophy! 🔁 - Priyanka Chahar Choudhary ♥️ - Shiv Thakre JEET KE AANA PRIYANKA CHAK DE FATTE PRIYANKA#PriyankaZaroorJeetegi pic.twitter.com/TexHma9eQT — 𝐓𝐞𝐚𝐦 𝐏𝐫𝐢𝐲𝐚𝐧𝐤𝐚 𝐂𝐡𝐚𝐡𝐚𝐫 💎 (@PriyankaOFC__) February 12, 2023
advertisement
advertisement
হিন্দি টেলিভিশনের বহু জনপ্রিয় মুখকে নিয়ে গত বছর ২৭ সেপ্টেম্বর লঞ্চ করে বিগ বস সিজন ১৬৷ তবে শুরু থেকেই বিতর্ক ছাড়েনি এই শো-কে৷ বন্ধ ঘরে প্রতিযোগীদের মধ্যে উত্তাল কলহকে ঘিরে আবহাওয়া গরম হয়েছে৷ কখনও আবার শালিন ভানোট, টিনা দত্ত এবং সুম্বুল তকিরের ত্রিকোণমিতি দর্শকদের চর্চার বিষয় হয়েছে৷ শালিন-টিনার প্রেমকে নকল আখ্যা দিয়েছেন দর্শক৷ পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় প্রতিযোগিতায় এসেছেন এই তিন প্রতিযোগীর বাবা-মায়েরাও যা বিগবসের ইতিহাসে নজিরবিহীন৷
advertisement
advertisement
শিব ঠাকরের সঙ্গে বিতর্কে ঘরছাড়া হয়েছেন অর্চনা গৌতম৷ আবার দর্শকের চাহিদার ফিরে এসে নতুন উদ্যমে খেলায় নেমেছেন৷ শোয়ের মাঝে হঠাৎ বিদায় নিয়েছেন সাজিদ খান- আবদু রোজিক৷ দর্শক নয় বরং প্রতিযোগীদের বিচারে ঘরছাড়া হয়েছেন অঙ্কিত গুপ্তা এবং সৌন্দর্য্যা শর্মা৷ শুরু থেকে শেষদিন পর্যন্ত একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসাবেই থেকে গিয়েছেন প্রিয়াঙ্কা এবং নিমরিত৷ তবে ফাইনালের ঠিক আগেই নিমরিতকে বিদায় নিতে হয়েছে৷
advertisement
আরও পড়ুন: এ বার আমিরের রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ! ২য় সপ্তাহেও ছুটছে 'পাঠান'
প্রিয়ঙ্কা চাহার চৌধুরী, শালিন ভানোট, এমসি স্ট্যান, শিব ঠাকরে এবং অর্চনা গৌতমের মধ্যে কে জিতবেন বিগ বস ১৬? তা নিয়ে চলছিল নানা জল্পনা। বেশিরভাগই মনে করছিল ছোট পর্দার পরিচিত মুখ প্রিয়ঙ্কা চাহার চৌধুরীই জিতবেন এই শো। তারপরেই ছিল 'বিগ বস মারাঠী' জয়ী শিব ঠাকরের নাম। চূড়ান্ত পর্বে ফের ঘরে ফেরেন পুরনো সব প্রতিযোগী৷ প্রিয়াঙ্কা-অঙ্কিতের আলিঙ্গনের সেই মুহূর্ত আরও একবার দর্শকদের মুখে হাসি ফোটায়৷ ফিনালেতে পঞ্চম স্থানে বাদ হন শালিন৷ বিগ বস হাউজমেটদের জিজ্ঞাসা করেন টপ ফাইভের প্রথম এভিকশনের কথা৷ তাদের ধারণাই সঠিক প্রমাণিত হয়৷ দর্শকের ভোটে বাদ হন শালিন ভানোট৷ সঠিক গেস করার জন্য প্রাইজ মানি বেড়ে দাঁড়ায় ৩১.৮০ লাখে৷ স্টেজে এসে শালিন জানান, এই এভিকশন তিনি আশা করেননি৷ প্রসঙ্গত, শালিনকে এরপর খতরো কে খিলারিতে দেখা যাবে৷ এরপর বাদ হন অর্চনা গৌতম৷
advertisement
advertisement
জোর টক্কর শুরু হয় প্রিয়াঙ্কা, শিব এবং স্ট্যানের মধ্যে৷ শেষ পর্যন্ত বিজয়ী হন এমসি স্ট্যান এবং রানার আপ হন শিব ঠাকরে ৷ শোয়ের সঞ্চালক সলমন খানই তুলে দেন এই পুরস্কার৷

কথা ছিল জানুয়ারিতে শেষ হবে বিগ বস সিজন ১৬। পরে শো বাড়ানো হয় আরও কয়েকটা সপ্তাহ। করণ জোহর জানিয়ে দেন যে, ১২ ফেব্রুয়ারি হতে চলেছে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন সানি দেওল এবং আমিষা প্যাটেল৷ ছিল বিভিন্ন মজার মুহূর্ত, তার মধ্যে অন্যতম সলমন খান ও টিনা দত্তের সাইকেল রাইড৷ সব মিলিয়ে নাচে-গানে ভরপুর এক হট-সানডের সাক্ষী থাকল দেশের জনতা৷ তবে হ্যাঁ, অনুরাগীদের মনও বেশ খারাপ, কারণ আগামিকাল অর্থাৎ সোমবার থেকে বেশ খানিকটা ফাঁকা লাগবে তাঁদের৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
February 13, 2023 12:31 AM IST