Big Entertainment News: ভাঙল দীর্ঘদিনের জুটি, রাজামৌলির সঙ্গে আর কাজ করবেন না সেন্থিল! কেন জানেন?

Last Updated:

Big Entertainment News SS Rajamouli: যদিও রাজামৌলির একাধিক ব্লকবাস্টারে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এর মধ্যে অন্যতম হল ‘আরআরআর’ এবং ‘বাহুবলী’ ছবিও। কেন ভাঙল এই সুপারহিট জুটি?

রাজামৌলির সঙ্গে আর কাজ করবেন না সেন্থিল
রাজামৌলির সঙ্গে আর কাজ করবেন না সেন্থিল
কলকাতা: নিজের পরবর্তী ছবি ‘SSMB19’ থেকে সিনেম্যাটোগ্রাফার সেন্থিল কুমারকে বাদ দিয়েছেন এসএস রাজামৌলি। যদিও রাজামৌলির একাধিক ব্লকবাস্টারে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এর মধ্যে অন্যতম হল ‘আরআরআর’ এবং ‘বাহুবলী’ ছবিও।
তবে ‘SSMB19’ ছবিতে আর একসঙ্গে কাজ করতে দেখা যাবে না রাজামৌলি-সেন্থিল জুটিকে। সম্প্রতি এই খবরে সীলমোহর দিয়েছেন খোদ সেন্থিল কুমার। জানিয়েছেন যে, অন্য কাউকে নিয়েই এগোবেন রাজামৌলি। Telugu360-র কাছে সেন্থিল কুমার বলেন যে, “এটা রাজামৌলির সিদ্ধান্ত ছিল। উনি অন্য কাউকে নিয়ে দেখতে চান। আলাদা আলাদা মানুষের সঙ্গে আলাদা আলাদা ছবি করতে চান মানুষ। তাই না? তাই এটা খুবই ভাল ব্রেক।”
advertisement
আরও পড়ুন: ছাত্রছাত্রীদের জন্য ৭৫,০০০ টাকার স্কলারশিপ, কী কী সুবিধা? কারা পাবেন? সময় থাকতে আবেদন করুন
তবে বিখ্যাত ওই সিনেম্যাটোগ্রাফার এ-ও পরিষ্কার করে দিয়েছেন যে, এর জেরে তাঁর সঙ্গে রাজামৌলির সম্পর্কের উপর কোনও রকম প্রভাব পড়বে না। সেন্থিল কুমার বলেন যে, “সেই ২০০৩ সাল থেকে আমরা একসঙ্গে কাজ করছি। কিন্তু আমরা সব সময় একটার পর একটা ছবি করি না। আগেও কিছুটা বিরতি থাকত। আমি যেমন মর্যাদা রামান্না অথবা বিক্রমার্কুড়ু করতে পারিনি। কারণ আমার হাতে তখন অন্য কাজ ছিল। আগেও অনেক কাজ একসঙ্গে করা হয়নি। কিন্তু সম্পর্ক থেকে যায়।”
advertisement
advertisement
‘SSMB29’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। যদিও আসন্ন এই ছবি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আড়ালেই রাখতে চান পরিচালক। যদিও আপাতত এটুকুই জানা গিয়েছে যে, এই ছবিটি ইন্ডিয়ানা জোন্সের আদলে একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ড্রামা হতে চলেছে। আসলে এই ঘরাণার ছবির বিষয়ে একাধিক সাক্ষাৎকারে সীলমোহর দিয়েছেন রাজামৌলির বাবা এবং বর্ষীয়ান লেখক বিজয়েন্দ্র প্রসাদ।
advertisement
আরও পড়ুন: রাজ্য সরকারের ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের সময়সীমা বাড়ল, কারা আবেদন করতে পারবেন? বিশদে জানুন
এর পাশাপাশি সম্প্রতি এ-ও জানা গিয়েছে যে, দক্ষিণ আফ্রিকায় চলমান রাজনৈতিক চাপানউতোরের জেরে এই ছবির কেনিয়ার শ্যুট শিডিউল বাতিল করেছেন এসএস রাজামৌলি। এদিকে আগে জাপানে ‘আরআরআর’ ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এই কাজের বিষয়ে একটা ছোট্ট এবং মিষ্টি আপডেট দিয়েছিলেন খোদ রাজামৌলিই।
advertisement
পরিচালকের কথায়, “তাঁর নাম মহেশ বাবু। তিনি একজন তেলুগু অভিনেতা। বলা যেতে পারে যে, আপনাদের মধ্যে অনেকেই তাঁকে চেনেন। উনি খুবই সুদর্শন। আশা করছি যে, আমাদের এই ছবিটি একটু দ্রুতই শেষ করতে হবে। আর সেই ছবির মুক্তির সময় আমি তাঁকে এখানে নিয়ে আসব। আপনাদের সঙ্গে ওঁর পরিচয় করিয়ে দেব। আমি নিশ্চিত যে, আপনারা তাঁকেও ভালবাসা দিয়ে বরণ করে নেবেন।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Big Entertainment News: ভাঙল দীর্ঘদিনের জুটি, রাজামৌলির সঙ্গে আর কাজ করবেন না সেন্থিল! কেন জানেন?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement