Tollywood News: প্রকাশ্যে 'ভূতপূর্ব'র ট্রেলার! ভয়-সাহিত্যর মেলবন্ধন! পর্দায় সন্দীপ্তা, অমৃতা, রূপাঞ্জনা
- Published by:Sanchari Kar
- Written by:Manash Basak
Last Updated:
Tollywood News: তিন কথক, তিন ভৌতিক কাহিনি, এক অদ্ভুত সন্ধ্যা— ‘ভূতপূর্ব’-এ এক ফ্রেমে ভয়-সাহিত্যের এক অভূতপূর্ব মেলবন্ধন।
২৭ জুন বক্স অফিসে আসতে চলেছে ভয়ের ছবি ভূতপূর্ব’। প্রকাশ্যে এল ট্রেলার। যার ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে সাহিত্য এবং ভয়ের মিশেল। অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র, সন্দীপ্তা সেন, সুহোত্র মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, সপ্তর্ষি মৌলিক, অমৃতা চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ চক্রবর্তী। তিন কথক, তিন ভৌতিক কাহিনি, এক অদ্ভুত সন্ধ্যা— ‘ভূতপূর্ব’-এ এক ফ্রেমে ভয়-সাহিত্যের এক অভূতপূর্ব মেলবন্ধন।
ভূতপূর্ব এক রাতের তিনটি গল্প, তিনজন কথক, আর এক অভিন্ন রহস্যের গল্প। ছয়ের দশকের শেষভাগে, এক বৃষ্টিভেজা সন্ধ্যায় বিভূতিভূষণের বাড়িতে হাজির হয় দুই অচেনা ব্যক্তি—নীলকণ্ঠ ও শশীধর। তিনজনের আড্ডা জমে ওঠে, আর সেই আড্ডার মধ্যেই খুলে যায় তিনটি ভিন্ন কাহিনির পাতা। প্রথম গল্প ‘মণিহারা’—রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রচনা থেকে অনুপ্রাণিত, যেখানে বনেদি ব্যবসায়ী ফণীভূষণ সাহা এবং তার স্ত্রীর গয়নার প্রতি লোভের মধ্য দিয়ে উঠে আসে এক মর্মান্তিক পরিণতি। দ্বিতীয় গল্প ‘তারানাথ তান্ত্রিক’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি, যেখানে এক তান্ত্রিকের অলৌকিক অভিজ্ঞতা, গৃহত্যাগ ও মাতু পাগলির দীক্ষা লাভের রহস্যময় অধ্যায় উঠে আসে। তৃতীয় গল্প ‘শিকার’, মনোজ সেনের লেখা থেকে গৃহীত, যেখানে ইন্দো-চীন যুদ্ধোত্তর সময়ে অপরাধ জগতের অন্ধকারে প্রবেশ করে এক শিক্ষিত যুবক পূর্ণেন্দু, যার গন্তব্য হয়ে ওঠে এক ভৌতিক রহস্য। প্রতিটি গল্পই প্রথমে আলাদা মনে হলেও, শেষ পর্বে এসে তাদের মধ্যে সূক্ষ্ম এক সংযোগ প্রকাশ পায়। ভূতপূর্ব শুধুমাত্র একটি অ্যান্থোলজি নয়, এটি সময়, স্মৃতি এবং অতৃপ্ত আত্মার সম্মিলনে গড়ে ওঠা এক রহস্যময় অভিজ্ঞতা।
advertisement
সাহিত্যের পাতা থেকে উঠে এসে রুপোলি পর্দায় এবার প্রাণ পেল রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মনোজ সেনের সৃষ্টি। কাকলি ঘোষ এবং অভিনব মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে ‘ভূতপূর্ব’—একটি সাহিত্য-ভিত্তিক হরর অ্যান্থলজি, যার ঝলক স্পষ্ট ট্রেলারেই মিলেছে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 2:33 PM IST