Bhavana Banerjee: ইউটিউব দেখতে দেখতে একদিনেই গাড়ি চালানো শেখা! নায়িকা ভাবনা যা করলেন, অবিশ্বাস্য!

Last Updated:

Bhavana Banerjee: এমনই প্রাণখোলা মনখোলা দমকা হাওয়ার মতো ভাবনা। তাই রচনা অভিনেত্রীর বাবাকে বলেন, "চিন্তা করবেন না, আপনার মেয়ে জানে কী ভাবে জীবনটা বাঁচতে হয়। ভাবনার জীবনে দুঃখ আসবে না।"

#কলকাতা: পাশে বসে বন্ধু, অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ফোন। ড্রাইভিং সিটে বসে অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে স্টিয়ারিং। প্রত্যুষার ফোনে চলছে একটি ভিডিও। যেখানে শেখানো হচ্ছে গাড়ি চালানো। প্রত্যুষা বসে বসে যা দেখছেন, সে ভাবে বলছেন। ভাবনা শুনে শুনে স্টিায়রিং ঘোরাচ্ছেন, গিয়ার বদলাচ্ছেন, দু'পায়ে ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সিলারেটর সামলাচ্ছেন। এ ভাবেই প্রথম দিনেই গাড়ি চালানো শিখে গিয়েছিলেন তিনি। বছরখানেক আগে 'দিদি নম্বর ওয়ান'-এ এসে সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে এমনই দাবি করেছিলেন 'কড়িখেলা'র অভিনেত্রী।
সঙ্গে ছিলেন ভাবনার বাবাও৷ তিনি জানালেন, ভাবনা বেশ দুষ্ট। যখন যা ইচ্ছে হয় করে ফেলেন। যে দিন গাড়ি চালানো শিখেছিলেন, সে দিনই বাবাকে তুলতে সোজা বাবার অফিসে পৌঁছে গিয়েছিলেন। বাবা নাকি দূর থেকে তাঁকে দেখেই ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হন। আতঙ্কের চোটে হাত ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সামনের গাড়ি সরাচ্ছিলেন, যাতে মেয়ে কাউকে ধাক্কা না মেরে দেন।
advertisement
advertisement
গল্পটি শুনতে শুনতে বাকি প্রতিযোগীদের সঙ্গে হাসতে হাসতে লুটিয়ে পড়েছিলেন রচনাও।
আরও জানা যায়, তার দিন কয়েকের মধ্যে তিনি হঠাৎ মধ্যরাতে বাবা-মাকে ফোন করে বলেন, "আমি পৌঁছে গিয়েছি।" বাবা-মা ভাবেন, তিনি আলাদা যে বাড়িতে থাকেন, সেখানে পৌঁছে গিয়েছেন শ্যুট শেষ করে। কিন্তু মেয়ের কথায় জানতে পারেন, তিনি গাড়ি চালিয়ে মন্দারমণি চলে গিয়েছেন।
advertisement
এমনই প্রাণখোলা মনখোলা দমকা হাওয়ার মতো ভাবনা। তাই রচনা অভিনেত্রীর বাবাকে বলেন, "চিন্তা করবেন না, আপনার মেয়ে জানে কী ভাবে জীবনটা বাঁচতে হয়। ভাবনার জীবনে দুঃখ আসবে না।"
(বিশেষ দ্রষ্টব্য: এই ভাবে ইউটিউব ভিডিও দেখে গাড়ি চালানো শেখা উচিত নয়। তাই ভুলেও কেউ চেষ্টা করবেন ন। এই প্রতিবদন সম্পূর্ণ অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভিত্তিতে লেখা।)
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhavana Banerjee: ইউটিউব দেখতে দেখতে একদিনেই গাড়ি চালানো শেখা! নায়িকা ভাবনা যা করলেন, অবিশ্বাস্য!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement