কলকাতা : বৃহস্পতিবার সকাল থেকেই কান্না পাচ্ছে ভাস্বর চট্টোপাধ্যায়ের (Bhaswar Chatterjee )৷ অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের (Abhishek Chatterjee passes way) খবর কিছুতেই মানতে পারছেন না তিনি৷ কষ্ট হচ্ছে অসম্ভব৷ দীর্ঘ অভিনয় জীবনের স্মৃতির কোলাজ ভিড় করছে ভাস্বরের মনে৷
তরুণ মজুমদারের পরিচালনায় ‘আলো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন অভিষেক ও ভাস্বর৷ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘কিন্নরদল’ অবলম্বনে সেই সুপারহিট ছবি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে৷ শ্যুটিং শুরুর আগে পরিচালক তরুণ মজুমদারের কাছে গল্প শোনা, বিভিন্ন দৃশ্যের মহড়া দেওয়া-পুরনো সব স্মৃতি ভাস্বরের মনের মধ্যে ভিড় করছে আজ৷
‘আলো’-র পর ‘রাজমহল’-এও একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা৷ সেখানে এক দৃশ্যে ছিল ভাস্বরকে চড় মারবেন অভিষেক৷ দৃশ্য টেক হয়ে যাওয়ার পর ভাস্বরকে জিজ্ঞাসা করেছিলেন অভিষেক-‘‘বাবু, তোর লাগেনি তো?’’ এই স্নেহ মিশ্রিত কথা এবং আচরণ ভোলা যায় না, লিখেছেন ভাস্বর৷
আরও পড়ুন : ‘‘পরিপাটি জীবনের কোথাও হয়তো একটু অভিমানও জমানো ছিল’’
সাধক সাইবাবার ভক্ত ছিলেন অভিষেক৷ তাঁর ফেসবুক পোস্টে বার বার ঘুরে ফিরে এসেছে সাইবাবার উল্লেখ৷ তাঁর এই ভক্তির কথা উল্লেখ করেছেন ভাস্বরও৷ প্রয়াত অভিনেতার স্মৃতিচারণায় তিনি লিখেছেন, সাইবাবার ভক্ত ছিলেন অভিষেক৷ তাই হয়তো সাইবাবা তাঁর সন্তানকে কাছে টেনে নিলেন৷
আরও পড়ুন : দোল পূর্ণিমার মেলায় স্বমহিমায় বিরাজমান লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়ি
প্রসঙ্গত তরুণ মজুমদারের পরিচালাতেই প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিষেক৷ ১৯৮৬ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘পথভোলা’৷ এর পর আট ও নয়ের দশকে একের পর এক বক্সঅফিস সফল ছবি উপহার দিয়েছেন তিনি৷ প্রসঙ্গত উত্তম পরবর্তী সে সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালের সঙ্গে অভিষেক ছিলেন টলিউডের অন্যতম মুখ৷ তাঁর জনপ্রিয় ছবিগুলির মধ্যে আছে ‘তুফান’, ‘মর্যাদা’, ‘পুরুষোত্তম’, ‘বাদশা’, ‘দান প্রতিদান’, ‘মায়ের আশীর্বাদ’, ‘লাঠি’, ‘মায়ার বাঁধন’, ‘মায়ের আঁচল’, ‘রংমহল’, ‘আলো’, ‘বাড়িওয়ালি’ এবং ‘দহন’৷
আরও পড়ুন : টোটো চালিয়েই হৃদযন্ত্রের সমস্যা থেকে ছেলেকে সুস্থ করে তুলতে চান এই লড়াকু মা
বড় পর্দার এই নায়ক নিজেকে মেলে ধরেছিলেন টেলিভিশনেও৷ ‘টাপুর টুপুর’, ‘আঁচল’, ‘চোখের তারা তুই’, ‘ইচ্ছেনদী’, ‘অন্দরমহল’, ‘কুসুমদোলা’, ‘ফাগুন বউ’, ‘ময়ূরপঙ্খী’, ‘মোহর’ এবং ‘খড়কুটো’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকস্মৃতিতে দাগ কেটে গিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।