Pallavi Dey in Mon Mane Na: ধারাবাহিকে নতুন মোড় আসার আগেই জীবনের মঞ্চ থেকে বিদায় পল্লবীর, ‘গৌরী’ চলে যাওয়ায় শোকস্তব্ধ ভরত কল

Last Updated:

Pallavi Dey in Mon Mane Na:প্রসঙ্গত কালার্স বাংলা-র ‘মন মানে না’ ধারাবাহিকে পল্লবী অভিনীত চরিত্রের নাম ‘গৌরী’৷ তাঁর বিপরীতে রুদ্র ভূমিকায় অভিনয় করেন সাম ভট্টাচার্য৷

‘মন মানে না’ ধারাবাহিকে পল্লবী অভিনীত চরিত্রের নাম ‘গৌরী’
‘মন মানে না’ ধারাবাহিকে পল্লবী অভিনীত চরিত্রের নাম ‘গৌরী’
কলকাতা : কাজের মাঝে শুক্রবার সামাজিক মাধ্যমের একটি ছবিতে ট্যাগড হয়েছিলেন ভরত কল৷ তখন কে আর জানত রবিবারই প্রায় একইরকম আর একটি ছবি শেয়ার করে প্রয়াণে শোকপ্রকাশ করতে হবে! জীবনের ছন্দপতন এভাবেই ধরা পড়ল ভরত কলের প্রোফাইলে৷
‘মন মানে না’ ধারাবাহিকের অভিনেতা ভরত কল শুক্রবার একটি ছবিতে ট্যাগ হয়েছিলেন৷ সেখানে তাঁর সঙ্গে ছিলেন পল্লবী দে-ও৷ ছবির ক্যাপশনে লেখা ছিল ‘গত রাত্রের ছবি’৷ সে ছবিতে পল্লবী দিব্যি খোশমেজাজে৷ রবিবার ঠিক সেরকমই আর একটি ছবি পোস্ট করেছেন ভরত৷ ক্যাপশনে ভরত লিখেছেন, ‘‘আমরা সবসময় তোমাকে মিস করব৷ ভাল থাকো৷ নিশ্চয়ই আবার আমাদের দেখা হবে৷ অনেক ভালবাসা...আজ আমার গৌরী চলে গেল৷’’
advertisement
প্রসঙ্গত কালার্স বাংলা-র ‘মন মানে না’ ধারাবাহিকে পল্লবী অভিনীত চরিত্রের নাম ‘গৌরী’৷ তাঁর বিপরীতে রুদ্র ভূমিকায় অভিনয় করেন সাম ভট্টাচার্য৷ রুদ্র-গৌরীর প্রেমের রসায়নের ফাঁকে ধারাবাহিকের অন্যতম আকর্ষণ অঞ্জনা বসু অভিনীত ‘বড়মা’ চরিত্রটি৷ জনপ্রিয় মরাঠি ছবি ‘জীভ জলা ইয়েড়া পিসা’-ছায়ায় তৈরি এই ধারাবাহিক এগোচ্ছিল আকন্দপুরের এক শিক্ষিতা তরুণী ও স্বল্প শিক্ষিত তরুণের সম্পর্কের বুননে৷
advertisement
advertisement
আরও পড়ুন : জন্মদিন থেকে বইযাপন, না ফেরার দেশে পাড়ি দেওয়া পল্লবীর মুহূর্তগুলি ফেসবুকে
এই ধারাবাহিকের দর্শক তথা অনুরাগীরা জানেন কিছুদিনের মধ্যেই পটভূমিতে নতুন মোড় আসার কথা রয়েছে৷ সেই ট্যুইস্ট বলে দেবে বড়মাকে রুদ্র ক্ষমা
advertisement
আরও পড়ুন : অ্যানিম্যাল প্রিন্ট হোক বা প্যস্টেল শেড, সব রঙেই সান্যা বিকিনিসুন্দরী
করবে কি৷ নাকি বড়মাকে শাস্তি দেবে? কিন্তু চিত্রনাট্যে সেই নতুন মোচড় আসার আগেই জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেন পল্লবী৷ কেন তিনি চলে গেলেন? একবারও ভাবলেন না বাবা মায়ের কথা!-এই আক্ষেপ ঝরে পড়ছে ভরত কলের পোস্টের প্রেক্ষিতে মন্তব্য বাক্সে৷ তাঁদের জিজ্ঞাসা প্রশ্ন হয়েই রইল৷ উত্তর দেওয়ার কেউ নেই৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey in Mon Mane Na: ধারাবাহিকে নতুন মোড় আসার আগেই জীবনের মঞ্চ থেকে বিদায় পল্লবীর, ‘গৌরী’ চলে যাওয়ায় শোকস্তব্ধ ভরত কল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement