advertisement

একটা খুন, যার প্রমাণ নেই! অথচ প্রজন্মের পর প্রজন্ম শিকড় চারিয়ে বানিয়ে নেয় নতুন খুনি! শ্যুটিং ফ্লোরে 'কাটাকুটি ২'

Last Updated:

অন্ধকার, স্তরভেদী গল্প নিয়েই Klikk-এর আসন্ন ওয়েব সিরিজ 'কাটাকুটি ২'। পরিচালনায় রয়েছেন রাজা চন্দ। কাহিনী লিখেছেন রম্বাস, চিত্রনাট্য ও সংলাপে রুদ্রদীপ চন্দ এবং চিত্রগ্রহণে অনির। শুটিং চলছে। প্রথম ঝলক ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছে—'কাটাকুটি ২' শুধু একটি খুনের গল্প নয়, এটি এক অনন্ত ট্রমার আয়না।

একটা খুন যার প্রমাণ নেই! অথচ প্রজন্মের পর প্রজন্ম ধরে বানিয়ে নেয় নতুন খুনি! শ্যুটিং ফ্লোরে 'কাটাকুটি ২'
একটা খুন যার প্রমাণ নেই! অথচ প্রজন্মের পর প্রজন্ম ধরে বানিয়ে নেয় নতুন খুনি! শ্যুটিং ফ্লোরে 'কাটাকুটি ২'
advertisement
কলকাতা: একটি খুন, যার প্রমাণ নেই। একপ্রকার মুক্তি, যা মুক্তি নয়। আর একটি ট্রমা, যা প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ে নতুন খুনি তৈরি করে—এই অন্ধকার বাস্তবতার মধ্যেই হাঁটে কাটাকুটি ২। Klikk OTT প্ল্যাটফর্মের আগামী ওয়েব সিরিজ কাটাকুটি ২-এর শুটিং চলছে জোরদার। তার ফাঁকেই এক ঝলক গল্পের আঁচ। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই নতুন পর্বে আরও গভীর, আরও অন্ধকার এক কাহিনির ইঙ্গিত মিলেছে। এই সিরিজের পরিচালনায় রয়েছেন রাজা চন্দ। প্রযোজনায় Raja Chanda Films। কাহিনী লিখেছেন রম্বাস, চিত্রনাট্য ও সংলাপে রুদ্রদীপ চন্দ এবং চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন অনির।
advertisement
গল্পের কেন্দ্রে রয়েছে সমীর মন্ডলের জীবনসংগ্রাম। এক ছাত্রী নন্দিনী গুপ্তকে খুনের অভিযোগে সাত বছর জেল খাটার পর সাক্ষ্যপ্রমাণের অভাবে মুক্তি পেলেও সমাজ এবং পরিবার তাঁকে গ্রহণ করতে চায় না। ইতিমধ্যেই সমীরের স্ত্রী সুষমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরই বন্ধু অশোক, আর সমীরের মেয়ে তুলি অশোককেই নিজের বাবা বলে জেনে এসেছে।
advertisement
এই পরিস্থিতিতে সাংবাদিক রাকা ও তাঁর সহকর্মী টিনটিন সমীরের নির্দোষিতায় বিশ্বাস রেখে সমান্তরাল তদন্ত শুরু করেন। তদন্তের সূত্রে তাঁরা সুন্দরবনের হাজিডিঙ্গা গ্রামে এক কিশোরী বিন্তির পুরনো খুনের মামলার সন্ধান পান। বিন্তি ও নন্দিনী—দু’জনেই বাঁ-হাতি শিল্পী ছিলেন এবং পায়ে রুপোর মল পরতেন, যা দুই খুনের মধ্যে অদ্ভুত মিল তৈরি করে।
advertisement
তদন্ত এগোতে থাকলে উঠে আসে ধ্রুবজ্যোতি মিত্র ওরফে রঙিন-এর নাম। পেশায় আর্ট টিচার ধ্রুবের শৈশব কেটেছে বুল্টি নামের এক নারীর হাতে চরম নির্যাতনের মধ্যে। সেই গভীর ট্রমা থেকেই সে তরুণী শিল্পীদের টার্গেট করতে শুরু করে, যাদের মধ্যে সে নিজের অতীতের নির্যাতকের ছায়া দেখতে পায়।
advertisement
গল্পের চূড়ান্ত মুহূর্তে একটি নির্মীয়মাণ বহুতলে ধ্রুব সমীরের মেয়ে তুলিকে পরবর্তী শিকার হিসেবে ফাঁদে ফেলে। শেষ মুহূর্তে সেখানে পৌঁছে সমীর মেয়েকে বাঁচালেও ধ্রুবকে থামাতে গিয়ে নিজেকে উৎসর্গ করেন। ধ্রুবকে জড়িয়ে ধরে বহুতল থেকে ঝাঁপ দিয়ে সমীর মৃত্যুবরণ করেন, তবে মেয়ের চোখে তিনি নির্দোষ প্রমাণিত হন। গল্পের শেষে আরও এক ভয়াবহ মোড়—অন্য কোথাও সেই বুল্টিকেই এক শিশুর ওপর নির্যাতন চালাতে দেখা যায়, যা ইঙ্গিত দেয় ট্রমার এই চক্র এখনও শেষ হয়নি।
advertisement
এই সিরিজে অভিনয় করেছেন সুব্রত দত্ত, অমৃতা চট্টোপাধ্যায়, শাওন চক্রবর্তী, শুভ্রজিত দত্ত, শ্রীজা ভট্টাচার্য, পূষান দাশগুপ্ত, রানা বসু ঠাকুর, জয়তী চক্রবর্তী, অর্পিতা সরকার, আলকারিয়া হাশমী ও অলকানন্দা রায়। কাটাকুটি ২ ইতিমধ্যেই তার বিষয়বস্তু ও প্রথম ঝলকে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
advertisement
বুধবার, বছরের শেষ দিনে শুটিং ফ্লোর লোকে লোকারণ্য। চলল কেক কাটা। উদযাপন। তার মধ্যেই এক ফাঁকে ধরা দিলেন অভিনেতা সুব্রত দত্ত। সমীর মণ্ডলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর মতে, কাটাকুটি ২ একটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং স্তরবহুল সিরিজ। কন্যাসন্তানের বাবা হওয়ার কারণে তিনি সমীর মণ্ডল চরিত্রটির সঙ্গে ব্যক্তিগতভাবে গভীর সংযোগ অনুভব করেছেন। তাঁর কথায়, “দেশে নারীদের বিরুদ্ধে যে ধরনের অপরাধ ও লঙ্ঘনের ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে এই সিরিজ আজকের সময়ের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন তিনি। এখানে ভিকটিম-জাস্টিস প্রসঙ্গ, তদন্তমূলক সাংবাদিকতা, বিভিন্ন প্রজন্মের দৃষ্টিভঙ্গি—সব মিলিয়ে একাধিক আকর্ষণীয় ট্র্যাক রয়েছে।”
অন্য দিকে, রাকার চরিত্রে অমৃতা চট্টোপাধ্যায়।  প্রথমবার পরিচালক রাজা চন্দের সঙ্গে কাজ করে দারুণ খুশি তিনি। তাঁর মতে, রাজা চন্দ এই সিরিজটিকে সিনেমার মতো করেই শুট করেছেন—খুব শান্ত, খুঁটিনাটি বিষয়ে যত্নশীল এবং নতুন শুটিং অ্যাঙ্গেল নিয়ে ভাবতে ভালোবাসেন তিনি।
সুব্রত চরিত্র রানা বসু ঠাকুর। অভিনেতা বললেন, “এইরকম ধূসর চরিত্র খুব একটা করা হয়ে ওঠেনা। রাজা চন্দর পরিচালনায় কাজ করা ছিলো দারুণ অভিজ্ঞতা। আর পিতৃতান্ত্রিক পরিবেশের কর্মস্থানে, অমার্জিত ব্যবহার করা, অমৃতার এডিটর, এক দুশ্চরিত্র বসের চরিত্রায়ন করার প্রেক্ষিতে, আশা করি দর্শকদের সামনে রুঢ় বাস্তবের আয়না তুলে ধরবে। দৈনন্দিন কর্মক্ষেত্রে বহু নারী এই প্রকারের ঘৃণ্য ব্যবহারের শিকার হয়ে থাকেন।”
এই সিরিজে তুলনামূলকভাবে দেরিতে যুক্ত হয়েছিলেন অলকারিয়া হাশমী। তাঁর কথায়, “প্রস্তুতির সময় খুব কম থাকলেও চিত্রনাট্যকার রুদ্রদীপ চন্দ এবং পরিচালক রাজার সহায়তায় চরিত্রটির জটিল স্তরে প্রবেশ করা সম্ভব হয়েছে।”
প্রথমবার ক্লিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে তিনি ইতিবাচক বলেই বর্ণনা করেছেন। শাওন চক্রবর্তীর সঙ্গে আগে আন্তর্জাতিকভাবে প্রশংসিত একটি ছবিতে কাজ করার সুবাদে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছিল, যা এই সিরিজের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয়কে সহজ করেছে।
সব মিলিয়ে, ‘কাটাকুটি ২’—একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, যেখানে অপরাধ, ট্রমা এবং বিচারব্যবস্থার জটিলতার পাশাপাশি উঠে আসবে একাধিক সমসাময়িক সামাজিক প্রশ্ন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
একটা খুন, যার প্রমাণ নেই! অথচ প্রজন্মের পর প্রজন্ম শিকড় চারিয়ে বানিয়ে নেয় নতুন খুনি! শ্যুটিং ফ্লোরে 'কাটাকুটি ২'
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement