Iman Chakraborty: বাংলা গানের ইতিহাসে 'মাইলস্টোন'! OSCAR নমিনেশন পেল ইমনের গাওয়া গান
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
পথশিশুদের নিয়ে গাওয়া এই গানে বিশ্বমানের স্বীকৃতি পেল ইমন। এবারের অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে।
কলকাতা: বাংলা গানের অস্কারযাত্রা! ইমন চক্রবর্তীর বাংলা গান অস্কারে নমিনেশন পেল। এই প্রথম কোনও বাংলা গান অস্কার মঞ্চে অরিজিনাল স্কোর নমিমেশনে স্থান পেল। গানের নাম ‘ইতি মা’। পথশিশুদের নিয়ে গাওয়া এই গানে বিশ্বমানের স্বীকৃতি পেল ইমন। এবারের অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে।

advertisement
গত বছরের মোট ১৪৮টি স্কোর নমিনেশন পায়। তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে পাঁচটি কম গান ঠাঁই পেল অস্কার তালিকায়। তার মধ্যেই জ্বলজ্বল করছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গান। এটি ‘ পুতুল’ ছবির গান। ছবিটি পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী শংকর ও মুমতাজ সরকার। ‘পুতুল’ এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 12:46 PM IST