Bengali Serial TRP: পুজোর মরশুমে বিরাট চমক দিলেন অপরাজিতা! কোন মেগা হল টিআরপি টপার, দেখে নিন

Last Updated:

এই সপ্তাহেও টিআরপি টপার ‘অনুরাগের ছোঁয়া’। অবশেষে দীপা প্রমাণ করতে পেরেছে যে মিশকা জীবিত।

এই সপ্তাহেও টিআরপি টপার ‘অনুরাগের ছোঁয়া’। অবশেষে দীপা প্রমাণ করতে পেরেছে যে মিশকা জীবিত। আর তার ফলস্বরূপ বিশ্বকাপের বাজারেও অনুরাগের ছোঁয়ার সেরা। অন্যদিকে,  ফুলকির সঙ্গে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল নিম ফুলের মধুও।
তবে দ্বিতীয় স্থান হাতছাড়া হল জগদ্ধাত্রীর। ৭.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিল এই মেগা। পাশাপাশি শিমূলের নতুন লড়াইয়ে সাক্ষী হতে মুখিয়ে দর্শকরা। ৬.৯ পেয়ে  চতুর্থ স্থানে জায়গা করে নিল কার কাছে কই মনের কথা। তবে বিরাট চমক দিল  জল থই থই ভালোবাসা। অপরাজিতা ম্যাজিক এই মেগাতেও সমান ভাবে বহাল। সকলকে তাক লাগিয়ে এই মেগা এবার পঞ্চমে। তবে এই একই সময়ে সম্প্রচারিত হওয়া মেগা ‘মিলি’ সেরা দশে জায়গা করতে পারেনি।
advertisement
advertisement
অন্যদিকে, ‘রাঙা বউ’, ‘লাভ বিয়ে আজকাল’ ও ‘তুঁতে’ একসঙ্গে জায়গা করে নিল ষষ্ঠ স্থানে।  হরগৌরী পাইস হোটেল ও সন্ধ্যাতারা এই সপ্তাহে সপ্তমে। পাশাপাশি ‘তোমাদের রাণী’ও সেরা দশে। ৫.৫ পেয়ে এই মেগা অষ্টমে।
advertisement

দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে

প্রথমঅনুরাগের ছোঁয়া 
দ্বিতীয়নিম ফুলের মধু , ফুলকি
তৃতীয়জগদ্ধাত্রী 
চতুর্থকার কাছে কই মনের কথা 
পঞ্চমজল থই থই ভালোবাসা
ষষ্ঠরাঙা বউ, লাভ বিয়ে আজকাল, তুঁতে
সপ্তম হরগৌরী পাইস হোটেল, সন্ধ্যাতারা 
অষ্টমতোমাদের রাণী
নবমইচ্ছে পুতুল
দশমবাংলা মিডিয়াম
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: পুজোর মরশুমে বিরাট চমক দিলেন অপরাজিতা! কোন মেগা হল টিআরপি টপার, দেখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement