Bengali Serial TRP: প্রথম সপ্তাহেই সেরা দশে 'লাভ বিয়ে আজকাল'! নম্বর কমল 'অনুরাগের ছোঁয়া'র! বিরাট বদল টিআরপিতে

Last Updated:

Bengali Serial TRP List : প্রথম সপ্তাহেই বিরাট চমক দিল 'লাভ বিয়ে আজকাল'। জায়গা করে নিল সেরা দশে। মেগার ঝুলিতে এসেছে ৬.০ নম্বর। প্রথম সপ্তাহেই নবম স্থানে এই মেগা।

এই সপ্তাহেও টিআরপি টপার ‘জগদ্ধাত্রী’। উৎসব সয়ম্ভূর প্রতি তাঁর বাবার স্নেহ মানতে পারছে না, অন্যদিকে জগদ্ধাত্রী-সয়ম্ভূ চেষ্টা চালিয়ে যাচ্ছে সবটা ঠিক রাখার। তবে তাঁর মধ্যেও কমল নম্বর, এই সপ্তাহে মেগার ঝুলিতে ৭.৯ নম্বর। এই সপ্তাহেও নিজের জাগা ধরে রাখতে পারল না ‘অনুরাগের ছোঁয়া’।
সোনা-রূপাকে নিয়ে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছে সূর্য। নতুন করে শুরু করেছে সব কিছু। অন্যদিকে দীপা তাদের খুঁজতে আসে। সেখানে সূর্যর কথা ভেবে সোনা-রূপা তাদের মাকে চিনতে অস্বীকার করে। সেই দুঃখে রাস্তায় বেখায়ালে হাঁটতে গিয়ে শিকার হয় বিরাট পথদুর্ঘটনার। সেখানেই সোনা-রূপার প্রার্থনায় সূর্যর চিকিৎসায় সুস্থ হয়ে  উঠছে দীপা।
advertisement
advertisement
অন্যদিকে, নতুন প্রোমতে বিরাট চমক, শেষপর্যন্ত সোনা-রূপার ডিএনএ রিপোর্ট দেখে সূর্য জানতে পেরেছে যে তারা আসলে সূর্যরই সন্তান। সবটা জানতে পেরে সে দীপার কাছে ক্ষমা চাইতে যায়। কিন্তু দীপা কি তাকে আগের মতো করে মেনে নেবে ? সেটাই প্রশ্ন। আর মিশকাই বা কী হবে?  সবটা মিলিয়ে কি আবার নিজের হারানো জায়গায় ফিরতে পারবে মেগা? এখন সেটাই দেখার।
advertisement
অন্যদিকে, প্রথম সপ্তাহেই বিরাট চমক দিল ‘লাভ বিয়ে আজকাল’। জায়গা করে নিল সেরা দশে। মেগার ঝুলিতে এসেছে ৬.০ নম্বর। প্রথম সপ্তাহেই নবম স্থানে এই মেগা।
সকলকে চমক দিয়ে দশম থেকে অষ্টমে উঠে এল  ‘তুঁতে’। ষষ্ঠ স্থানে নিজের জায়গা ধরে রাখল ‘সন্ধ্যাতারা’। সপ্তম স্থান থেকে  বাংলা মিডিয়ামকে সরিয়ে ‘কার কাছে কই মনের কথা’ জায়গা করে নিল। সব নিয়ে বিরাট চমক এবারের টিআরপি তালিকায়।
advertisement

দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে

প্রথম জগদ্ধাত্রী
দ্বিতীয়অনুরাগের ছোঁয়া
তৃতীয়ফুলকি
চতুর্থরাঙা বউ
পঞ্চমনিম ফুলের মধু
ষষ্ঠসন্ধ্যাতারা
সপ্তমকার কাছে কই মনের কথা
অষ্টমতুঁতে
নবমLove বিয়ে আজকাল
দশমখেলনা বাড়ি
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: প্রথম সপ্তাহেই সেরা দশে 'লাভ বিয়ে আজকাল'! নম্বর কমল 'অনুরাগের ছোঁয়া'র! বিরাট বদল টিআরপিতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement