Bengali Serial TRP: বছরপূর্তিতে বিরাট চমক 'জগদ্ধাত্রী'র! আবার নিজের জায়গা হারাল ‘অনুরাগের ছোঁয়া’

Last Updated:

একবছর পূর্ণ হল 'জগদ্ধাত্রী'র, আর বছর পূর্তিতেই আবার টিআরপি টপার  এই মেগা। এবার মেগার ঝুলিতে ৮.১ নম্বর। আবার নিজের জায়গা হারালো ‘অনুরাগের ছোঁয়া’।

কলকাতা: একবছর পূর্ণ হল ‘জগদ্ধাত্রী’র, আর বছর পূর্তিতেই আবার টিআরপি টপার  এই মেগা। এবার মেগার ঝুলিতে ৮.১ নম্বর। আবার নিজের জায়গা হারালো ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-রূপাকে নিয়ে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছে সূর্য। নতুন করে শুরু করেছে সব কিছু। অন্যদিকে দীপা এখন খুঁজে পায়নি তার মেয়েদের, তার খোঁজেই যাচ্ছে দীপা, সঙ্গে একই বাসে পিছু নিয়েছে মিশকাও।
অন্যদিকে, প্রোমতে দেখানো হচ্ছে দীপার মেয়েরা তাকে চিনতে অস্বীকার করায় দিগবিদিগ শূণ্য হয়ে রাস্তায় ছুটছে দীপা। তার মাঝেই দীপাকে ধাক্কা মারে লড়ি, ঘটে যায় বিরাট দুর্ঘটনা। কে বাঁচাবে তাকে? আদেও কী বাঁচবে দীপা। এই সব প্রশ্ন ভাবাচ্ছে দর্শকদের। কিন্তু তার শর্তেও একমুখী গল্পের প্রবাহ, মিশকার ধরা না পড়া সবটা নিয়ে আগ্রহ হারাচ্ছে কি দর্শকরা?
advertisement
advertisement
এবার তৃতীয় ‘ফুলকি’। তবে বেড়েছে নম্বর। রোহিততের কাছাকাছি আসছে  ফুলকি। সে বাড়ি থেকে পালাতে গিয়ে ধরা পড়েছে রোহিতের হাতে, তারপর বকা খেয়ে ফুলকির মন খারাপ। আর তার মাঝেই রাগ ভাঙাতে রোহিত চকলেট দেয় ফুলকির হাতে। সবটা নিয়ে প্রেম ধরা দিচ্ছে ফুলকি-রোহিতের জীবনে।
advertisement
অন্যদিকে, প্রোমতে দেখানো হয়েছে ফুলকি-রোহিতের ফুলশয্যা প্রথম বার ভেস্তে যাওয়ায় আবার তাদের ফুলশয্যার আয়োজন হয়েছে,  কিন্তু রোহিতের জীবনে ফিরছে শালিনী। কী হবে ফুলকি-রোহিতের সম্পর্কের ভবিষৎ? তার উত্তর মিলবে মেগায়।
advertisement
চতুর্থ স্থানে এবারেও ‘রাঙা বউ’। গত সপ্তাহে সেরা তবে পাঁচে জায়গা ধরে  রাখতে পারল না ‘সন্ধ্যাতারা’। এই মেগাকে সরিয়ে জায়গা করে নিল ‘নিম ফুলের মধু’। এই সপ্তাহেও সেরা দশে জায়গা করে নিল ‘কার কাছে কই মনের কথা’ সঙ্গে রইল তুঁতেও।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
advertisement
 প্রথম  জগদ্ধাত্রী 
 দ্বিতীয় অনুরাগের ছোঁয়া
 তৃতীয় ফুলকি
 চতুর্থ  রাঙা বউ
 পঞ্চম নিম ফুলের মধু
 ষষ্ঠ সন্ধ্যাতারা
 সপ্তম বাংলা মিডিয়াম
 অষ্টম হরগৌরী পাইস হোটেল
 নবম কার কাছে কই মনের কথা
 দশম তুঁতে
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: বছরপূর্তিতে বিরাট চমক 'জগদ্ধাত্রী'র! আবার নিজের জায়গা হারাল ‘অনুরাগের ছোঁয়া’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement