Bengali Serial TRP: নিজের হারানো জায়গা ফিরে পেল 'অনুরাগের ছোঁয়া'! ব্যাপক নম্বর কমল ফুলকির

Last Updated:

নিজের হারানো জায়গা আবার ফিরে পেল ‘অনুরাগের ছোঁয়া’।  সবাইকে পিছনে ফেলে আবার সেরার সেরা সূর্য-দীপা।

নিজের হারানো জায়গা আবার ফিরে পেল ‘অনুরাগের ছোঁয়া’।  সবাইকে পিছনে ফেলে আবার সেরার সেরা সূর্য-দীপা। সূর্য জেনে গিয়েছে সোনার আসল পরিচিয়, দীপের অন্নপ্রাশনে সেনগুপ্ত বাড়িতে উঠেছে বিরাট ঝড়, সূর্য নিজের মেয়ের পরিচয় দিতে রাজি নয় সোনাকে, তাই  দীপা এবার সোনা-রূপা নিয়ে ছেড়েছে সেনগুপ্ত বাড়ি।
সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে সূর্য।  সেই সুযোগ  মিশকা নিতে চাওয়ায় সূর্যর সামনেই দীপার  শাস্তি দেয় মিশকাকে। অন্যদিকে, সূর্য পুরস্কার পাবে, সেই অনুষ্ঠানে সে সোনাকে চায়, তাই আবার সোনা এসেছে সেনগুপ্ত বাড়িতে। আবার কি সব আগের মতো হবে? সূর্য মেনে নেবে সোনাকে? নাকি সোনাকে আবার ফিরে যেতে হবে দীপার কাছে? ঠিক কেমন হবে সোনা-সূর্যের সম্পর্কের সমীকরণ? দর্শকদের এই আগ্রহ থেকেই আবার বেড়েছে টিআরপি টপার  ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু কমেছে নম্বর আগের সপ্তাহে ছিল ৮.৪ এই সপ্তাহে ৮.২।
advertisement
advertisement
বেশ কিছুটা নম্বর কমল ‘জগদ্ধাত্রী’, এই সপ্তাহে আবার দ্বিতীয় এই মেগা।  পাশাপাশি ব্যাপক নম্বর কমেছে ‘ফুলকি’।  রোহিততের কাছাকাছি আসতে চেষ্টা করছে ফুলকি। প্রোমতে দেখানো হয়েছে ফুলকি-রোহিতের ফুলশয্যা প্রথম ভাব ভেস্তে যাওয়ায় আবার তাদের ফুলশয্যার আয়োজন হয়েছে,  কিন্তু রোহিতের জীবনে ফিরছে শালিনী। কী হবে ফুলকি-রোহিতের সম্পর্কের ভবিষত? তার উত্তর মিলবে মেগায়। এই সপ্তাহেও তৃতীয় স্থানে এই মেগা।
advertisement
চতুর্থ স্থানে এবারেও ‘রাঙা বউ’। গত সপ্তাহে সেরা পাঁচে জায়গা করে নিয়ে ছিল সন্ধ্যাতারা। এই সপ্তাহেও তা থাকলেও বেশ কিছুটা নম্বর বাড়ল।যদিও রাঙা বউকে এখনও টেক্কা দিতে পারেনি মেগা।  এই সপ্তাহেও সেরা দশে জায়গা করে নিল ‘কার কাছে কই মনের কথা’ সঙ্গে রইল তুঁতেও।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমঅনুরাগের ছোঁয়া
দ্বিতীয় জগদ্ধাত্রী
তৃতীয়ফুলকি
চতুর্থরাঙা বউ
পঞ্চমসন্ধ্যাতারা
ষষ্ঠ নিম ফুলের মধু
সপ্তমবাংলা মিডিয়াম
অষ্টমহরগৌরী পাইস হোটেল
নবমখেলনা বাড়ি 
দশমতুঁতে, কার কাছে কই মনের কথা 
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: নিজের হারানো জায়গা ফিরে পেল 'অনুরাগের ছোঁয়া'! ব্যাপক নম্বর কমল ফুলকির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement