Bengali Serial TRP: বিগ ধামাকা TRP-তে! সিংহাসন হাতছাড়া পরশুরামের, কে ছিনিয়ে নিল 'সেরার সেরা'-র মুকুট? কপাল পুড়ল কার? রইল সেরা দশ

Last Updated:

Bengali Serial TRP: ফের হাতছাড়া হল সিংহাসন৷ বিগত ১৩ সপ্তাহ ধরে টপার থাকার পর নিজের জায়গা ধরে রাখতে পারল না ধারাবাহিক পরশুরাম৷ প্রথমবার টিআরপি টপার হল রাজরাজেশ্বরী রানী ভবানী।

News18
News18
কলকাতা: লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন।
ফের হাতছাড়া হল সিংহাসন৷ বিগত ১৩ সপ্তাহ ধরে টপার থাকার পর নিজের জায়গা ধরে রাখতে পারল না ধারাবাহিক পরশুরাম৷ প্রথমবার টিআরপি টপার হল রাজরাজেশ্বরী রানী ভবানী। স্টার জলসার এই মেগা-র কাছে হার মানতে হল পরশুরামকে। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
advertisement
advertisement
রাজরাজেশ্বরী রানী ভবানী-৭.১ (প্রথম)
পরিণীতা- ৬.৯ (দ্বিতীয়)
পরশুরাম আজকের নায়ক- ৬.৮ (তৃতীয়)
জগদ্ধাত্রী- ৬.৭(চতুর্থ)
ফুলকি-রাঙামতি তীরন্দাজ-৬.৪(পঞ্চম)
চিরসখা- ৬.২(ষষ্ঠ)
চিরদিনই তুমি যে আমার- ৫.৭(সপ্তম)
গৃহপ্রবেশ-অনুরাগের ছোঁয়া-৫.১(অষ্টম)
advertisement
আমাদের দাদামণি- ৫.০ (নবম)
কথা-৪.৭(দশম)
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৭.১ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথমবার প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ ৷ ৬.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’৷ ৬.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম’। ৬.৭ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ৷ ৬.৪ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ ও ‘রাঙামতী তীরন্দাজ’ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: বিগ ধামাকা TRP-তে! সিংহাসন হাতছাড়া পরশুরামের, কে ছিনিয়ে নিল 'সেরার সেরা'-র মুকুট? কপাল পুড়ল কার? রইল সেরা দশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement