Bengali Serial TRP: ফুলকির খেলা কি এবার শেষ? প্রথম সপ্তাহেই TRP-তে বাজিমাত পরিণীতার, কে ছিনিয়ে নিল 'সেরার সেরা'-র মুকুট, জানলে চমকে যাবেন

Last Updated:

Bengali Serial TRP: প্রথম সপ্তাহেই বাজিমাত করল সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক পরিণীতা৷ তবে কি শুরুতেই জায়গা ছিনিয়ে নেবে এই ধারাবাহিক৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

 ফুলকির খেলা কি এবার শেষ? প্রথম সপ্তাহেই TRP-তে বাজিমাত পরিণীতার
ফুলকির খেলা কি এবার শেষ? প্রথম সপ্তাহেই TRP-তে বাজিমাত পরিণীতার
কলকাতা: এবার টিআরপি লিস্টে নয়া চমক৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন।
বাংলা ধারাবাহিকে একের পর এক পরিবর্তন হয়েই চলেছে৷ যা নিয়ে দর্শকদের একাংশই অসন্তুষ্ট৷ একাধিক মেগা সিরিয়ালের স্লট পরিবর্তন হয়েই চলেছে৷ শুধু তাই নয়, স্লট বদলের কারণে নাকি টিআরপি-তেও তার প্রভাব পড়ছে৷ আর তা নিয়ে সমস্যা বাড়ছে৷ টিআরপি টপার নিম ফুলের মধুর স্লট পরিবর্তন হওয়া নিয়েই সমস্যা দানা বেধেছে৷ তবে প্রথম সপ্তাহেই বাজিমাত করল সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক পরিণীতা৷ তবে কি শুরুতেই জায়গা ছিনিয়ে নেবে এই ধারাবাহিক৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
advertisement
advertisement
ফুলকি-জগদ্ধাত্রী- ৭.১ (প্রথম)
কথা-গীতা এলএলবি- ৭.০(দ্বিতীয়)
পরিণীতা- ৬.৭ (তৃতীয়)
কোন গোপনে মন ভেসেছে- ৬.৬(চতুর্থ)
উড়ান-রাঙামতি তীরন্দাজ -৬.৪ (পঞ্চম)
আনন্দী- ৬.১ (ষষ্ঠ)
তেঁতুলপাতা-নিম ফুলের মধু-কথা- ৫.৬ (সপ্তম)
advertisement
ডায়মন্ড দিদি জিন্দাবাদ- অনুরাগের ছোঁয়া- হরগৌরী পাইস হোটেল- ৫.৫ (অষ্টম)
রোশনাই- ৫.৪(নবম)
শুভ বিবাহ- ৫.৩ (দশম)
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৭.১ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ ও ‘জগদ্ধাত্রী’৷ ৭.০ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘কথা’ ও ‘গীতা এলএলবি’ ৷ ৬.৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ । ৬.৬ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ ৷ ৬.৪ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘উড়ান’ ও ‘রাঙামতি তীরন্দাজ’ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: ফুলকির খেলা কি এবার শেষ? প্রথম সপ্তাহেই TRP-তে বাজিমাত পরিণীতার, কে ছিনিয়ে নিল 'সেরার সেরা'-র মুকুট, জানলে চমকে যাবেন
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement