দেড়মাস টানা সেরার আসন দখল জগদ্ধাত্রীর? বন্ধ হচ্ছে কত মেগা! এ কী হাল! TRP তালিকা

Last Updated:

ইতিমধ্যে 'পঞ্চমী', 'নিম ফুলের মধু', 'বাংলা মিডিয়াম'-এর মতো নতুন ধারাবাহিকগুলি পুরনোদের পিছনে ফেলে অনেকটাই উপরে উঠে এসেছে। যেমন, প্রথম সপ্তাহেই নীল-তিয়াসা অভিনীত 'বাংলা মিডিয়াম' চতুর্থ স্থান দখল করেছে।

#কলকাতা: গত ছয় সপ্তাহ ধরে কেউ তাদের টপকাতে পারল না। এমনই ভাবে আঁকড়ে ধরেছে টিআরপি-র মাটি। আর সেই ধারাবাহিকের নাম, 'জগদ্ধাত্রী'। এবারে একেবারে ৯-এর ঘরে পৌঁছে গেল মেগার নম্বর। ৯.২ নিয়ে গত পাঁচ সপ্তাহের মতো আবারও সেরার স্থানে জি বাংলার মেগা।
এদিকে নতুন মেগাগুলির ধাক্কায় বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। গুঞ্জন শোনা যাচ্ছে, আরও মেগা বন্ধ হওয়ার দিকে।
advertisement
ইতিমধ্যে 'পঞ্চমী', 'নিম ফুলের মধু', 'বাংলা মিডিয়াম'-এর মতো নতুন ধারাবাহিকগুলি পুরনোদের পিছনে ফেলে অনেকটাই উপরে উঠে এসেছে। যেমন, প্রথম সপ্তাহেই নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা (রায়) অভিনীত 'বাংলা মিডিয়াম' চতুর্থ স্থান দখল করেছে।
advertisement
তবে 'গৌরী এল' যতই পুরনো হোক, দর্শকের কাছে এখনও একইভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। বেঙ্গল টপার না হলেও তালিকার তিন নম্বর স্থানে জ্বলজ্বল করছে এই মেগা।
দেখে নেওয়া যাক TRP তালিকায় বাকিরা কে কোথায় আছে-
advertisement
প্রথম স্থানজগদ্ধাত্রী
দ্বিতীয় স্থানখেলনা বাড়ি, অনুরাগের ছোঁয়া
তৃতীয় স্থানগৌরী এল
চতুর্থ স্থানধুলোকণা/বাংলা মিডিয়াম, পঞ্চমী
পঞ্চম স্থাননিমফুলের মধু
ষষ্ঠ স্থানআলতা ফড়িং
সপ্তম স্থানগাঁটছড়া
অষ্টম স্থানমিঠাই
নবম স্থানসাহেবের চিঠি, লক্ষ্মী কাকিমা সুপারস্টার
দশম স্থানএক্কা দোক্কা
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দেড়মাস টানা সেরার আসন দখল জগদ্ধাত্রীর? বন্ধ হচ্ছে কত মেগা! এ কী হাল! TRP তালিকা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement