Bengali Serial News: আবার বদল সময়ের! 'কার কাছে কই মনের কথা' জন্য সময় বদল 'খেলনা বাড়ি'র

Last Updated:

শেষ কয়েক মাস ধরেই শুরু হয়েছে স্লট বদলের হিড়িক। আবার সময়ের অদলবদল জি বাংলার মেগায়। বদলে গেল 'খেলনা বাড়ি'র সময়। তার জায়গায় আসছে নতুন মেগা 'কার কাছে কই মনের কথা'।

ফিকে হয়েছে মিতুল ম্যজিক। বেশ কয়েক সপ্তাহ ধরে ‘খেলনা বাড়ি’ টিআরপি তালিকায় সেরা দশে জায়গা করে নিতে পারছে না। বিশেষ করে গুগলির বড় হওয়া পর থেকে তাঁর সঙ্গে বদলে যায় মিতুলের সম্পর্কের সমীকরণ আর তার জেরেই কমতে শুরু করে নম্বর। তারপরই সেরা দশে নিজের জায়গা হারায় মেগা। আর এবার হারাল টাইম স্লট।
শেষ কয়েক মাস ধরেই শুরু হয়েছে স্লট বদলের হিড়িক। আবার সময়ের অদলবদল জি বাংলার মেগায়। বদলে গেল ‘খেলনা বাড়ি’র সময়। তার জায়গায় আসছে নতুন মেগা ‘কার কাছে কই মনের কথা’। এই মেগা দেখা যাবে সন্ধ্যা ৬:৩০। অন্যদিকে সন্ধ্যা ৬:৩০ জায়গায় ‘খেলনা বাড়ি’ দেখা যাবে নতুন সময় রাত ৯:০০ টা।
advertisement
advertisement
অন্যদিকে ‘খেলনা বাড়ি’র সময় আসছে নতুন মেগা ‘কার কাছে কই মনের কথা’। এই ধারাবাহিকে অন্যতম একটি প্রধান ভূমিকায় থাকবেন মানালি দে। পাশাপাশি এই মেগার হাত ধরে ‘নেতাজী’র শেষের বেশ কয়েক বছর পর ছোটপর্দায় কামব্যাক করছেন বাসবদত্তা সেনগুপ্ত। সঙ্গে ‘লালকুঠি’র পর আবার মেগায় ফিরছেন স্নেহা। মেগার স্টার কাস্ট দেখে ইতিমধ্যেই অনুরাগীরা খুবই উতসাহিত।
advertisement
প্রোমতে দেখানো হয়েছে অনেক স্বপ্ন নিয়ে শিমূল বিয়ে করে আসছে তার নতুন সংসারে। তবে শুধু সংসার নিয়ে নয়। গান নিয়েও তার চোখে অনেক স্বপ্ন। কিন্তু শ্বশুর বাড়িতে পা রাখতেই তার গান নিয়ে দেখা স্বপ্নে ঘা পরে। শিমূলের শ্বাশুড়ি শিমূলের সঙ্গে আনা হারমোনিয়াম স্টোর রুমে রেখে আসতে বলে। শুধু তাই নয় গায়ের রঙ ও সৌন্দর্য নিয়েও শুনতে হয় নানা কথা। তারপর অবশেষে যখন তার গানের সার্টিফিকেট বাড়িতে আসে তখন তার শ্বাশুড়ি থেকে বর কারুরই সময় হয় না সেটা দেখার। তাই মনের দুঃখে সে তা ছিঁড়ে ফেলে দেয়।
advertisement
এরপর দেখানো হয়, প্রতিবেশির ছাদে পাড়ার কিছু মহিলা মিলে রোজ বিকেলে চায়ের আসর বসায়। সেখানে শিমূলকে ডাকা হলেও সে কোনও দিন যায় না। অবশেষে সবাই যখন তার ছেঁড়া সার্টিফিকেট জুড়ে তার গানের জন্য তাঁকে উৎসাহ দেয়। আসলে তার মনের কথা না বলতেও বুঝে যায়। কাছের মানুষদের মতোই শিমূলের খুশিতে সমান ভাবে আনন্দিত হয়। তখন শিমূল চোখে জল ধরে রাখতে পারে না। আর এই একাত্ম বোধের জায়গা থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। তাঁদের একসঙ্গে পথ চলা।
advertisement
এই বন্ধুরা একে অন্যের জন্য কত দূর যেতে পারে তা নিয়েই চলবে এই গল্প। বন্ধু হয়ে পাশে থাকার গল্প নিয়ে আসছে ‘কার কাছে কই মনের কথা’। সবটা মিলিয়ে মেগার প্রোমো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। মানালী থেকে বাসবদত্তা, স্নেহা সকলের ফ্যানেরা ভীষণ ভাবে আশাবাদী। এবার দেখার পালা ঠিক কতটা মনজয় করতে পারে এই মেগা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial News: আবার বদল সময়ের! 'কার কাছে কই মনের কথা' জন্য সময় বদল 'খেলনা বাড়ি'র
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement