Bengali Reality show TRP: হেরে গেলেন 'অপরাজিত' রচনা! সূর্য-দীপার জয়জয়কার, ধরাশায়ী অঙ্কুশও

Last Updated:

এই সপ্তাহেও রবিবারের টিআরপির নিরিখে এই সপ্তাহেও রচনার জয়জয়কার। ‘ডান্স বাংলা ডান্স’কে পিছনে ফেলে আবার সেরার সেরা ‘দিদি নম্বর ১’।

এই সপ্তাহেও রবিবারের টিআরপির নিরিখে এই সপ্তাহেও রচনার জয়জয়কার। ‘ডান্স বাংলা ডান্স’কে পিছনে ফেলে আবার সেরার সেরা ‘দিদি নম্বর ১’। তবে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নম্বর ব্যপক নম্বর কমল।  আগের সপ্তাহে৬. ০ পেয়েছিল। এবার  তা বেড়ে হয়েছে ৫. ৩। তবে মাত্র ০. ১ নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’ কাছে পিছিয়ে রইল ‘দিদি নম্বর ১’ রচনা।
পাশাপাশি সপ্তাহের সোম থেকে শুক্রর টিআরপির অনুযায়ী নম্বর কিছুটা বেড়েছে। ‘দিদি নম্বর ১’-এর আগের সপ্তাহে পেয়েছিল ২.৬ নম্বর। আর এই সপ্তাহে শোয়ের ঝুলিতে ২.৭ নম্বর।
advertisement
অ্যনদিকে, আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে ‘ডান্স বাংলা ডান্স’। টানা বেশ কয়েক সপ্তাহ  ‘ডান্স বাংলা ডান্স’ রচনাকে টক্কর দিতে পারছে না। পাশাপাশি কমেছে নম্বরও। আগের সপ্তাহে নম্বর ছিল৫.৩, এই সপ্তাহে তা ০.৩ নম্বর কমে হয়েছে  ৫.০ নম্বর। পাশাপাশি শনি রবিবারের টিআরপির নিরিখে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘হরগৌরী পাইস হোটেল’কেও টক্কর দিতে পারল না এই রিয়্যালিটি শো।
advertisement
এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে থাকেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।  সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ হাজরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality show TRP: হেরে গেলেন 'অপরাজিত' রচনা! সূর্য-দীপার জয়জয়কার, ধরাশায়ী অঙ্কুশও
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement