Bengali Serial TRP: 'রাঙা বউ' দিল বিরাট টক্কর! সেরা পাঁচ থেকে ছিটকে গেল 'নিম ফুলের মধু' বড় চমক টিআরপিতে

Last Updated:

 ‘খেলনা বাড়ি’র স্লট বদলে যেতেই আবার খেল দেখালো মিতুল। এই সপ্তাহেও দশম স্থানে  নিজের জায়গা ধরে রাখল মেগা।

এই সপ্তাহেও আবার টিআরপি  টপার ‘অনুরাগের ছোঁয়া’। দীপার ষড়যন্ত্রের সূর্যের কাকা প্রতীক মিশকার ছবি ম্যাট্রিমনিয়াল সাইটে দেওয়ায় বিপাকে মিশকা। অন্যদিকে, সোনা ফিরে পেতে চাইছে তার আসল বাবা-মাকে। সব সত্যি জেনেও রূপা তার মায়ের কারণে সোনাকে জানাতে পারছে না।  সবটা নিয়ে জমজমাট ‘অনুরাগের ছোঁয়া’ আবার সব মেগাকে ব্যপক নম্বরে পিছনে ফেলে সেরার সেরা। এবার মেগার ঝুলিতে ৮.৬। রবিবারের টিআরপির নিরিখে ‘দিদি নম্বর ১’ কেও টক্কর দিল এই মেগা।
এই সপ্তাহেও দ্বিতীয় ‘জগদ্ধাত্রী’।  সয়ম্ভূর প্রত্যাগমনে ‘জগদ্ধাত্রী’ আবার দেখাচ্ছে ম্যাজিক। অন্যদিকে কাছাকাছি আসছে ফুলকি-রোহিত। ফুলকির মন ভাল করতে কখন দোলনায় বসিয়ে দোল দিচ্ছে রোহিত, আবার কখন ফুলকির শ্বাসকষ্ট হলে এগিয়ে আসছে রোহিত, ফিকে হচ্ছে শালিনীর স্মৃতি। কিন্তু তাও নিজের হারানো জায়গা ফিরে পেল না মেগা। এই সপ্তাহেও তৃতীয় স্থানে। যেখানে পাশাপাশি কমল নম্বরও ৭.৭ থেকে  ৭.৩। ‘ পাশাপাশি এই মেগার সঙ্গে একই দিনে শুরু হওয়া মেগা ‘সন্ধ্যাতারা’ও নেই সেরা দশে। তবে বেড়েছে নম্বরও। আগে সপ্তাহে ছিল ৪.৮ এই সপ্তাহে ৪.৯।
advertisement
advertisement
এই সপ্তাহে আবারও নিম ফুলের মধু-কে টক্কর দিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিল রাঙা বউ। পাশাপাশি ষষ্ঠ থেকে পঞ্চমে উঠে এল হরগৌরী পাইস হোটেল। পাশাপাশি এই সপ্তাহেও সেরা দশে জায়গা করে নিতে পারল না কার কাছে কই মনের কথা। ‘খেলনা বাড়ি’র স্লট বদলে যেতেই আবার খেল দেখালো মিতুল। এই সপ্তাহেও দশম স্থানে  নিজের জায়গা ধরে রাখল মেগা।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম অনুরাগের ছোঁয়া
দ্বিতীয় জগদ্ধাত্রী 
তৃতীয় ফুলকি
চতুর্থ রাঙা বউ
পঞ্চম হরগৌরী পাইস হোটেল
ষষ্ঠ নিম ফুলের মধু
সপ্তম বাংলা মিডিয়াম
অষ্টম এক্কা দোক্কা
নবম পঞ্চমী
দশম খেলনা বাড়ি
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: 'রাঙা বউ' দিল বিরাট টক্কর! সেরা পাঁচ থেকে ছিটকে গেল 'নিম ফুলের মধু' বড় চমক টিআরপিতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement