Durga Puja Film Release| Shororipu 2 Jotugriho: ২০ বছর পর পুজোয় চিরঞ্জিতের ছবি, ষড়রিপু ২-র গোয়েন্দা গল্প নিয়ে আশাবাদী পরিচালক

Last Updated:

ছবির (Shororipu 2 Jotugriho)ট্রেলার মুক্তি পেয়েছে এবং ভাল সাড়াও পেয়েছে দর্শকদের থেকে৷

ষড়রিপু ২ জতুগৃহ৷
ষড়রিপু ২ জতুগৃহ৷
#কলকাতা: এই পুজোয়ে আসছে ষড়রিপু ২ জতুগৃহ (Shororipu 2 Jotugriho)৷ ষড়রিপুর সিকুয়াল এই ছবি৷ আবারও পর্দায় দেখা যাবে ডিটেকটিভ চন্দ্রকান্তকে (detective Chandrakanta), রহস্য সমাধানে৷ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে এবং ভাল সাড়াও পেয়েছে দর্শকদের থেকে৷ আগের ছবির মতোই এই ছবিও ঘন রহস্যে মোড়া এবং গোয়েন্দা চরিত্রে থাকছেন চিরঞ্জিত চক্রবর্তী৷ প্রায় ২০ বছর পর পুজোতে (Durga Puja 2021 release) তাঁর ছবি রিলিজ হতে চলেছে৷ ঠিক ২০ বছর কিনা বলতে পারছি না, তবে বহুদিন পর আবার পুজোতে আমার ছবি রিলিজ৷ ভাল তো লাগছেই, তবে এই সময় কতটা হল ভরবে, সেটাই চিন্তার৷ বলছেন স্টার চিরঞ্জিত(Chiranjeet Chakraborty)৷
advertisement
উল্লেখ্য এবার দেব-জিতের সঙ্গে জোরদার টক্কর দেবেন চিরঞ্জিত! এবং এখানে কিছুটা তাঁকে এগিয়ে রাখছেন অনেকে৷ কারণ অবশ্যই ছবিতে তাঁর চরিত্রটি৷ বাঙালিদের কাছে গোয়েন্দাদের একটা গুরুত্ব রয়েছে৷ তা সে সাহিত্যর পাতা থেকে উঠে আসা ফেলুদা, ব্যোমকেশ হোক বা ছবির চন্দ্রকান্তা! একই ভাবে ছবির গল্পের উপর ভরসা রাখছেন পরিচালক অয়ন চক্রবর্তী৷ বাঙালি দর্শকদের মধ্যে অজানাকে জানার একটা ইচ্ছে থাকে৷ গল্পের টানে আশা রাখছি দর্শক হলমুখো হবে৷ ডিটেকটিভ, পাজেল সলভিং বিষয়টা অনেকের বেশ পছন্দের৷ ষড়রিপু অনেকে দেখেছেন৷ তাঁরা আবার এই ছবির সিকুয়্যাল দেখতে হলে আসবেন, এটা মনে হচ্ছে৷ জানিয়েছেন পরিচালক অয়ন চক্রবর্তী৷
advertisement
পুজোয়ে ছবি মুক্তি নিয়ে আলাদা যেমন আবেগ কাজ করছে, তেমনই করোনার সময়টা ভাবাচ্ছে পরিচালক অয়ন ও অভিনেতা চিরঞ্জিতকে (Chiranjeet Chakraborty)৷ অয়নের কথায়, এখনও হলগুলিতে ৫০ শতাংশ ছাড় রয়েছে৷ একটা সিট ছেড়ে বসার অনুমতি রয়েছে৷ এগুলো এড়িয়ে কতজন দেখতে আসবেন ছবি, সেটা চিন্তার৷ সঙ্গে লকডাউনের ফলে অনেকে চাকরি নেই, আয় কমেছে, সেগুলোও একটা নেতিবাচক দিক৷ তবে কতদিন ছবিটা ফেলে রাখা যায়৷ তাই পুজোয়ে রিলিজের (Durga Puja 2021 Bengali Film release) সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক৷
advertisement
গত বছর থেকে ছবির বাজার মন্দা৷ কোনও ছবিই সেভাবে চলছে না৷ মানুষ হলে আসছেন না সেভাবে৷ সেখানে দাঁড়িয়ে এই ছবিটা কতটা দর্শকদের কাছে পৌঁছবে, তা নিয়ে চিন্তায় অভিনেতা চিরঞ্জিতও৷ তবে অভিনেতা হিসেবে তাঁর একটা ফ্যান ফলোয়ার রয়েছে৷ তাঁরা ছবিটা দেখবে, আশা করছেন অভিনেতা-বিধায়ক৷ অবশ্যই অয়ন চক্রবর্তী তাঁর প্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম৷ অয়নের মধ্যে মধ্যবর্তী বা প্যারালাল ছবি বানানোর ক্ষমতা রয়েছে৷ বেশি আঁতেল ছবি হলে দর্শক সংখ্যা কমে যায়৷ নায়ক থেকে অভিনেতা তৈরি হন ঠিকই কিন্তু নায়ক ছাড়া বক্স অফিস চলে না, জোড় গলায় জানালেন স্টার চিরঞ্জিত৷
advertisement
শাশ্বত চট্টোপাধ্যায়, রজত শর্মা, অরুণিমা ঘোষ, দর্শনা ভৌমিকের মতো নামী-দামী অভিনেতারা রয়েছেন তাঁর ছবিতে৷ তাঁদের সকলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভাল অয়নের৷ বিশেষ করে তিনি উল্লেখ করেন তাঁর ছবির সঙ্গীত পরিচালক রূপম ইসলামের কথা৷ রূপম খুবই প্রতিভাবান৷ জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী রূপমের কাজ নিয়ে ভূয়সী প্রশংসা করেন পরিচালক অয়ন চক্রবর্তী৷ বিশেষ করে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এতটাই ভাল যে ছবির মান কয়েকগুন বাড়িয়ে দেবে, মানছেন তিনি৷
advertisement
এই পুজোতে ষড়রিপু ২-এ (Shororipu 2 Jotugriho) গোয়েন্দা গল্পে ভরসা থাক দর্শকদের৷ হলমুখো হন দর্শক৷ এমনই শুভেচ্ছা রইল৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Durga Puja Film Release| Shororipu 2 Jotugriho: ২০ বছর পর পুজোয় চিরঞ্জিতের ছবি, ষড়রিপু ২-র গোয়েন্দা গল্প নিয়ে আশাবাদী পরিচালক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement