Abhishek Chatterjee Passes Away: হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

Last Updated:

Abhishek Chatterjee Passes Away: চলে গেলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায় ৷
প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায় ৷
#কলকাতা: প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee Passes Away), মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর ৷ রাত ১.১০ মিনিটে তিনি প্রয়াত হয়েছেন ৷ জানতে পারা গিয়েছে গতকাল একটি চ্যানেলে সাক্ষাৎকারের পরে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন ৷ বাড়িতেই স্যালাইনের ব্যবস্থা করা হয় ৷ হৃদরোগে  রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়৷ একাধিক জনপ্রিয় বাংলা চলচ্চিত্রে ও ধারাবাহিকে অভিনয় করেছেন প্রয়াত এই অভিনেতা ৷
আরও পড়ুন: Abir Chatterjee : একই অঙ্গে ব্যোমকেশ আর সোনাদা! আবিরের দুই ছবির জোড়া মহরৎ একসঙ্গ
একাধিক জনপ্রিয় বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায় সেই ছবিগুলি হল - সুরের আকাশে, লাঠি, সবার উপরে মা, তুফান, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, দান প্রতিদান, ভাই আমার ভাই, মায়ার বাঁধন, আপন হল পর-সহ একাধিক ছবিতে তিনি নায়কের ভূমিকায় দশকের পর দশক ধরে অভিনয় করে মানুষের মন জয় করেছেন ৷ টালিগঞ্জের প্রিয় অভিনেতা সবার কাছে মিঠুদা নামেই পরিচিত ছিলেন ৷ শ্যুটিং ফ্লোরে তিনি সবার প্রিয় মিঠুদা ছিলেন ৷ সবার সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহারই ছিল তাঁর চরিত্রের অন্যতম ভাল দিক ৷
advertisement
আরও পড়ুন: Katrina Kaif Vicky Kaushal: ফের বিয়ে করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, এবারেরটাই 'আসল'!
বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বাংলা ধারাবাহিকেও অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee Passes Away) দর্শকদের মনের কাছাকাছি এক্কেবারে প্রতিদিন তাঁদের ড্রয়িং রুমে প্রবেশ করেছিলেন ৷ সম্প্রতি তিনি মোহর, খড়কুটো ধারাবাহিকে অভিনয় করেছিলেন ৷ তাঁর এই অকাল,  আকস্মিক প্রয়াণে বিনোদন জগতের এক বড় ক্ষতি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee Passes Away: হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement