হোম /খবর /বিনোদন /
মনোনীত হয়েও পরাজিত বাঙালি পরিচালক, শৌনকের ‘অল দ্যাট ব্রিদস’ পেল না অস্কার

Oscars 2023: অস্কারের দৌড়ে পরাজিত বাঙালি পরিচালক, শৌনকের ‘অল দ্যাট ব্রিদস’ পেল না পুরস্কার, মন খারাপ কলকাতার

অল দ্যাট ব্রিদস

অল দ্যাট ব্রিদস

Oscars 2023: রাত দু’টো নাগাদ এই ছবির মনোনয়নের বিষয়টির খবর পান শৌনক৷ সেই রাতটা আর ঘুমোতে পারেননি তিনি৷ একদিকে টেনশন যেমন ছিল, অন্য দিকে তেমন করেই তিনি ছিলেন আনন্দিত৷

  • Share this:

লস অ্যাঞ্জেলস: ভারতের জন্য এই অস্কার গর্বের শীর্ষে। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। তা ছাড়া  'আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল। কিন্তু খালি হাতে ফিরতে হল বাংলার ছেলে শৌনক সেনকে। সেরা ফিচার তথ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছিল তাঁর ছবি। বাঙালিরা রুদ্ধাশ্বাসে তাকিয়েছিল লস অ্যাঞ্জেলসের এই অনুষ্ঠানের দিকে। বাংলার ঘরে কি এবার অস্কার আসবে? না, শৌনকের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’-এর বদলে পুরস্কার নিয়ে গেল ‘নাভালনি’।

এই ঘটনা নতুন নয়। ২০২২ সালের অস্কারে তথ্যচিত্র মনোনীত হওয়ার পর একই ভাবে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছিল সুস্মিত ঘোষকে। এবার শৌনককে।

আরও পড়ুন: অস্কারে বাঙালির ছবি, শৌনক বলছেন, ‘রাত দু’টোয় খবর এল, ঘুম উড়ে গেল সঙ্গে সঙ্গে’

আরও পড়ুন :  ফের অস্কার এল ভারতে, পুরস্কৃত হল স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিউজ১৮-কে আগেই শৌনক জানিয়েছিলেন ছবির গল্প। আহত পাখিদের উদ্ধার করে তাঁদের চিকিৎসা করেন একই পরিবারের দুই সদস্য ও তৃতীয় এক যুবক৷ তাঁদের এই পক্ষী উদ্ধারের জীবন যাপন নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি৷ ইতিমধ্যে আন্তর্জাতিক মানচিত্রে ছবিটি উচ্চপ্রশংসা পেয়েছে৷ সেই ছবিই অস্কারের ডকুমেন্টারি ফিচার বিভাগে এ বার মনোনয়ন পেয়েছে৷ এর আগে উচ্চমার্গীয় সানডান্স ফিল্ম ফেস্টিভাল, কান ফিল্ম ফেস্টিভালেও উচ্চ-প্রশংসিত এই ছবিটি৷ প্রাথমিক ভাবে কারা দিল্লিতে পাখি উদ্ধার ও চিকিৎসার কাজ করছেন, তা দেখতে গিয়েই তিনি নানারকম চমকপ্রদ তথ্য পেয়েছিলেন৷ সেই তথ্যের ভিত্তিতে তিনি খুঁজতে খুঁজতে খবর পান দু’জনের, যাঁরা সম্পর্কে ভাই, যাঁরা এই কাজ করে চলেছেন৷ তার পর তাঁদের সঙ্গে দেখা করেন তিনি এবং দেখতে পান, কী ভাবে এই অসম্ভব কাজ তাঁরা করে চলেছেন৷ এরকম করেই শুরু হয়েছিল কাজটি৷

রাত দু’টো নাগাদ এই ছবির মনোনয়নের বিষয়টির খবর পান তিনি৷ সেই রাতটা আর ঘুমোতে পারেননি তিনি৷ একদিকে টেনশন যেমন ছিল, অন্য দিকে তেমন করেই তিনি ছিলেন আনন্দিত৷ একটা রোমাঞ্চ হচ্ছিল মনের মধ্যে৷ প্রাথমিক ভাবে ফোন করেছিলেন ছবির বিভিন্ন কলাকুশলীরা৷ তবে তিনি এটাও বলছেন, পরবর্তী পদক্ষেপগুলির জন্য অনেকটা এগিয়ে যাবেন এই সাফল্যে৷

শৌনকের হাতে অস্কার না উঠলেও তিনি যে বিশ্বের দরবারে সমাদৃত, এ কথা তো এবার স্পষ্ট। শুধু তা-ই নয়, অস্কারের দৌড়ে নামতে পেরে নিজেকে প্রমাণ করে দিয়েছেন তিনি।

Published by:Teesta Barman
First published:

Tags: Oscars, Oscars 2023