Srabanti Chatterjee: গাড়ি নয়, কাকভোরে ঘোড়া নিয়ে ছুটছেন শ্রাবন্তী, হঠাৎ হলটা কী? ভিডিও ভাইরাল

Last Updated:

Srabanti Chatterjee: 'দেবী চৌধুরানী'-র চরিত্রের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন শ্রাবন্তী৷ বাংলার ব্যান্ডিট কুইন হিসেবে নিজেকে গড়ে তুলতেই প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী৷

কলকাতা: টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে দিনদিন যেন চর্চা বেড়েই চলছে৷ অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিলেন নায়িকা৷ গাড়ি ছাড়া যিনি একমুহূর্ত চলেন না তিনি কিনা এবার ঘোড়ায়৷ যা দেখে একমুহূর্তে চমকে গেছেন ভক্তরাও৷ বিষয়টি একটু খোলসা করে বলা যাক৷
উপন্যাসের পাতা থেকে চরিত্রকে জীবন্ত করে তুলতে একচুলও ফাঁক রাখতে নারাজ শ্রাবন্তী৷ দীর্ঘদিনের কেরিয়ারের সেরা চরিত্রকে ফুটিয়ে তুলতেই এই বিশেষ কর্মসূচী৷ পরিচালক শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবিতে দেখা যাবে শ্রাবন্তীকে৷ বাংলার ব্যান্ডিট কুইন হিসেবে নিজেকে গড়ে তুলতেই প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী৷ দেখে নিন ভিডিও৷
advertisement
‘দেবী চৌধুরানী’-র চরিত্রের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন নায়িকা৷ আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং৷ তার আগে চরিত্রকে আরও জীবন্ত করে তুলতে ঘোড়ায় চড়া নয় বরং ঘোড়া চালানো শিখছেন৷ সাতসকালেই ময়দানে পৌঁছে গিয়ে শুরু করে দিয়েছেন প্রশিক্ষণ৷
advertisement
প্রথম দিনের ট্রেনিংয়ের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন নায়িকা৷ তবে শুধু ঘোড়া চালানো নয় বরং একাধিক জিনিস শিখতে হবে শ্রাবন্তীকে৷ তরোয়াল চালানো থেকে অভিনয়ের ওয়ার্কশপ সবটা শিখবেন তিনি৷ পরিচালক শুভ্রজিৎ মিত্রর ‘দেবী চৌধুরানী’-তে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এছাড়া অন্যান্য ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, সহ আরও অনেকেই থাকবেন। আপাতত ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srabanti Chatterjee: গাড়ি নয়, কাকভোরে ঘোড়া নিয়ে ছুটছেন শ্রাবন্তী, হঠাৎ হলটা কী? ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement