Ena Saha: সিঁথি ভর্তি সিঁদুর, গোপনে কি বিয়ে সারলেন এনা সাহা? পাত্র কে? 'শুভ বিবাহ'-র ভিডিও ভাইরাল হতেই আঁতকে নেটপাড়া!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ena Saha: চুপিসাড়ে সকলের চেয়ে আড়ালে কি সত্যিই বিয়েটা সেরে নিলেন অভিনেত্রী-প্রযোজক এনা সাহা৷ সম্প্রতি বিয়ের সিঁদুরদানের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া৷
টলিউডে এখন বিয়ের মরশুম৷ একের পর এক তারকারা নিজের প্রিয়জনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন৷ এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটু ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ঘুম উড়েছে নেটিজেনদের৷ চুপিসাড়ে সকলের চেয়ে আড়ালে কি সত্যিই বিয়েটা সেরে নিলেন অভিনেত্রী-প্রযোজক এনা সাহা৷ সম্প্রতি বিয়ের সিঁদুরদানের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া৷
এনার ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ ভিডিওতে এনাকে লাল পাড় সাদা বেনারসি, লাল ব্লাউজ, হাতে শাখা-পলা গা ভর্তি গয়না,মাথায় মুকুট পরে দেখা গেছে৷ নববধূর লুকে এনাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ এনার পাশে বসা পাত্র৷ সাদা ধুতি, নেটের চাদর গায়ে দেখা গিয়েছে তাকে৷ এনার মাথার টিকলি সরিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন তিনি৷ সিঁদুরদানের এই বিশেষ মুহূর্তের ভিডিও দেখে সকলেই চোখ ফেরাতে পারছেন না৷ দেখে নিন ভিডিওটি,
advertisement
advertisement
advertisement
এনাকে নববধূর লুকে দেখে চোখ ফেরানো সত্যি দায়৷ তবে আসল বিষয়টা একটু খোলসা করে বলা যাক, আসলে টলিউডের সেলিব্রিটি ফোটোগ্রাফার রুদ্র সাহা এই ভিডিওটি শেয়ার করেছেন৷ ভিডিওর ক্যাপশনে লেখা- ‘শুভ বিবাহ’৷ মনে করা হচ্ছে বিয়ের স্পেশ্যাল ফোটোশ্যুটের জন্যই এমনটা করা হয়েছে৷ কমেন্টের বন্যা বয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
সত্যিকারের বিয়ে না হলে কনের সাজে এনাকে দেখে মুগ্ধ নেটপাড়া৷ তবে এই প্রথমবার নয়, হামেশাই টলিউড নায়িকাদের কনের লুকে সকলের সামনে তুলে ধরেন রুদ্র সাহা৷ উল্লেখ্য, টলিউডের গন্ডি পেরিয়ে মালয়ালম ছবিতে অভিনয় করেছেন বঙ্গতনয়া এনা সাহা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2024 4:27 PM IST