Ena Saha: সিঁথি ভর্তি সিঁদুর, গোপনে কি বিয়ে সারলেন এনা সাহা? পাত্র কে? 'শুভ বিবাহ'-র ভিডিও ভাইরাল হতেই আঁতকে নেটপাড়া!

Last Updated:

Ena Saha: চুপিসাড়ে সকলের চেয়ে আড়ালে কি সত্যিই বিয়েটা সেরে নিলেন অভিনেত্রী-প্রযোজক এনা সাহা৷ সম্প্রতি বিয়ের সিঁদুরদানের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া৷

টলিউডে এখন বিয়ের মরশুম৷ একের পর এক তারকারা নিজের প্রিয়জনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন৷ এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটু ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ঘুম উড়েছে নেটিজেনদের৷ চুপিসাড়ে সকলের চেয়ে আড়ালে কি সত্যিই বিয়েটা সেরে নিলেন অভিনেত্রী-প্রযোজক এনা সাহা৷ সম্প্রতি বিয়ের সিঁদুরদানের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া৷
এনার ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ ভিডিওতে এনাকে লাল পাড় সাদা বেনারসি, লাল ব্লাউজ, হাতে শাখা-পলা গা ভর্তি গয়না,মাথায় মুকুট পরে দেখা গেছে৷ নববধূর লুকে এনাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ এনার পাশে বসা পাত্র৷ সাদা ধুতি, নেটের চাদর গায়ে দেখা গিয়েছে তাকে৷ এনার মাথার টিকলি সরিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন তিনি৷ সিঁদুরদানের এই বিশেষ মুহূর্তের ভিডিও দেখে সকলেই চোখ ফেরাতে পারছেন না৷ দেখে নিন ভিডিওটি,
advertisement
advertisement
advertisement
এনাকে নববধূর লুকে দেখে চোখ ফেরানো সত্যি দায়৷ তবে আসল বিষয়টা একটু খোলসা করে বলা যাক, আসলে টলিউডের সেলিব্রিটি ফোটোগ্রাফার রুদ্র সাহা এই ভিডিওটি শেয়ার করেছেন৷ ভিডিওর ক্যাপশনে লেখা- ‘শুভ বিবাহ’৷ মনে করা হচ্ছে বিয়ের স্পেশ্যাল ফোটোশ্যুটের জন্যই এমনটা করা হয়েছে৷ কমেন্টের বন্যা বয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
সত্যিকারের বিয়ে না হলে কনের সাজে এনাকে দেখে মুগ্ধ নেটপাড়া৷ তবে এই প্রথমবার নয়, হামেশাই টলিউড নায়িকাদের কনের লুকে সকলের সামনে তুলে ধরেন রুদ্র সাহা৷ উল্লেখ্য, টলিউডের গন্ডি পেরিয়ে মালয়ালম ছবিতে অভিনয় করেছেন বঙ্গতনয়া এনা সাহা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ena Saha: সিঁথি ভর্তি সিঁদুর, গোপনে কি বিয়ে সারলেন এনা সাহা? পাত্র কে? 'শুভ বিবাহ'-র ভিডিও ভাইরাল হতেই আঁতকে নেটপাড়া!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement