Fathers Day-তে মাকে সম্মান,পদবী মুছে মায়ের নাম যুক্ত বাঙালি অভিনেত্রীর

Last Updated:
#কলকাতা: ছোট থেকে খুব লড়াই করে বড় করেছেন মেয়েদের৷ একার ছিল সেই লড়াই৷ স্বামী ছেড়েছিলেন অনেক আগেই৷ বলা ভাল স্বামীর অত্যাচার ও অপমানে দুই মেয়েকে নিয়ে ঘর ছাড়াতে বাধ্য হয়েছিলেন সতরূপা স্যান্নাল৷ সেই থেকেই মেয়েদের দায়িত্ব তাঁর ওপর৷ ফাদার্স ডে-তে সেই মাকে সম্মান জানালেন সতরূপার মেয়ে অভিনেত্রী চিত্রাঙ্গদা৷ সামাজিক নিয়মে জন্মসূত্রে পদবীর সঙ্গে যে পিতৃ পরিচয় বহন করতে হয়, তা সরিয়ে এবার থেকে মায়ের নাম ব্যবহার করবেন তিনি৷ নিজেই জানিয়েছেন ফেসবুকে৷
সতরূপার দুই মেয়ে চিত্রাঙ্গদা ও ঋতাভরী৷ দুজনেই এখন প্রতিষ্ঠিত৷ সতরূপা নিজেও একজন সনামধন্য পরিচালক৷ তাঁর প্রাক্তন স্বামী উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে অনেকদিনই সম্পর্ক নেই তাদের৷ মেয়েদের একা মানুষ করেছেন৷ মেয়েরাও ভীষণভাবে শ্রদ্ধাশীল মায়ের প্রতি৷ মা তাঁদের জীবনের সবটুকু, বারবারই বলেন মেয়েরা৷ মায়ের প্রতি কৃতজ্ঞতা দেখাতেই এবার ফাদার্স ডে বেছে নিলেন তাঁর মেয়ে চিত্রাঙ্গদা৷
advertisement
advertisement
ফেসবুকে চিত্রাঙ্গদা চক্রবর্তী স্পষ্ট জানিয়েছে যে এবার থেকে তাঁর নাম চিত্রাঙ্গদা চক্রবর্তী থেকে চিত্রাঙ্গদা সতরূপা হয়ে যাবে৷ এরফলে সবসময়ের জন্য নিজের নামের সঙ্গে মায়ের নাম যুক্ত হবে অভিনেত্রীর৷ মায়ের ঋণ কোনওভাবে শোধ করা যায় না, কিন্তু এরমাধ্যমে মাকে সম্মান জানানোর কথা বললেন চিত্রাঙ্গদা৷ কিছু আইনি নিয়ম পার করেই চিত্রাঙ্গদা সতরূপা বলে বদলে যাবে তার নাম৷ সতরূপাও মেয়ের এই পোস্ট শেয়ার করেছেন৷
advertisement
বিভিন্ন শর্ট ফ্লিমে নিয়মত দেখা যায় চিত্রাঙ্গদাকে৷ বাংলা ছবি আহারে মনেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Fathers Day-তে মাকে সম্মান,পদবী মুছে মায়ের নাম যুক্ত বাঙালি অভিনেত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement