Fathers Day-তে মাকে সম্মান,পদবী মুছে মায়ের নাম যুক্ত বাঙালি অভিনেত্রীর

Last Updated:
#কলকাতা: ছোট থেকে খুব লড়াই করে বড় করেছেন মেয়েদের৷ একার ছিল সেই লড়াই৷ স্বামী ছেড়েছিলেন অনেক আগেই৷ বলা ভাল স্বামীর অত্যাচার ও অপমানে দুই মেয়েকে নিয়ে ঘর ছাড়াতে বাধ্য হয়েছিলেন সতরূপা স্যান্নাল৷ সেই থেকেই মেয়েদের দায়িত্ব তাঁর ওপর৷ ফাদার্স ডে-তে সেই মাকে সম্মান জানালেন সতরূপার মেয়ে অভিনেত্রী চিত্রাঙ্গদা৷ সামাজিক নিয়মে জন্মসূত্রে পদবীর সঙ্গে যে পিতৃ পরিচয় বহন করতে হয়, তা সরিয়ে এবার থেকে মায়ের নাম ব্যবহার করবেন তিনি৷ নিজেই জানিয়েছেন ফেসবুকে৷
সতরূপার দুই মেয়ে চিত্রাঙ্গদা ও ঋতাভরী৷ দুজনেই এখন প্রতিষ্ঠিত৷ সতরূপা নিজেও একজন সনামধন্য পরিচালক৷ তাঁর প্রাক্তন স্বামী উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে অনেকদিনই সম্পর্ক নেই তাদের৷ মেয়েদের একা মানুষ করেছেন৷ মেয়েরাও ভীষণভাবে শ্রদ্ধাশীল মায়ের প্রতি৷ মা তাঁদের জীবনের সবটুকু, বারবারই বলেন মেয়েরা৷ মায়ের প্রতি কৃতজ্ঞতা দেখাতেই এবার ফাদার্স ডে বেছে নিলেন তাঁর মেয়ে চিত্রাঙ্গদা৷
advertisement
advertisement
ফেসবুকে চিত্রাঙ্গদা চক্রবর্তী স্পষ্ট জানিয়েছে যে এবার থেকে তাঁর নাম চিত্রাঙ্গদা চক্রবর্তী থেকে চিত্রাঙ্গদা সতরূপা হয়ে যাবে৷ এরফলে সবসময়ের জন্য নিজের নামের সঙ্গে মায়ের নাম যুক্ত হবে অভিনেত্রীর৷ মায়ের ঋণ কোনওভাবে শোধ করা যায় না, কিন্তু এরমাধ্যমে মাকে সম্মান জানানোর কথা বললেন চিত্রাঙ্গদা৷ কিছু আইনি নিয়ম পার করেই চিত্রাঙ্গদা সতরূপা বলে বদলে যাবে তার নাম৷ সতরূপাও মেয়ের এই পোস্ট শেয়ার করেছেন৷
advertisement
বিভিন্ন শর্ট ফ্লিমে নিয়মত দেখা যায় চিত্রাঙ্গদাকে৷ বাংলা ছবি আহারে মনেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Fathers Day-তে মাকে সম্মান,পদবী মুছে মায়ের নাম যুক্ত বাঙালি অভিনেত্রীর
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement