নুসরতের মনও ভারাক্রান্ত৷ যে বাড়ি ছিল তার পরিচয়, সেই বাড়ি ছেড়ে আর কয়েকদিনে পরই তিনি স্বামীর ঘর আলো করবেন৷ শ্বশুড়বাড়ি যাবেন নুসরত৷ তার আগে ফাদার্স ডে-তে তিনি বেশ আবেগপ্রবণ৷ বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন নুসরত৷ বিয়ে উপলক্ষ্যে বাড়িতে চলছিল এক বিশেষ অনুষ্ঠান৷ নুসরতের গালে রয়েছে হলদি৷ ফাদার্স ডে-তে নুসরত লিখলেন...Photo Courtesy: Instagram