শ্রীলেখার জন্মদিনে দেদার আনন্দ! নিজেই নেচে মাত করলেন ৫০-র বার্থডে গার্ল

Last Updated:

শ্রীলেখা অত্যন্ত দাপুটে অভিনেত্রী৷ একই সঙ্গে তিনি খুব ভাল নাচেন৷ তাই তো নিজের জন্মদিনে তিনি মন খুলে নাচলেন৷

#কলকাতা: বার্থ ডে গার্ল শ্রীলেখা মিত্র! ৫০এ পা রাখলেন তিনি! কিন্তু এতটুকু ছাপ পড়েনি তাঁর চেহারায়৷ তিনি এখনও আকর্ষণীয়, সুন্দরী এবং সাবলীল৷ অত্যন্ত দাপুটে অভিনেত্রী চিরকালই স্পষ্ট বক্তা৷ ওয়ার্ক হার্ড, পার্টি হার্ডার মন্ত্রে বিশ্বাসী তিনি৷৷ একেবারে কাছের মানুষদের নিয়ে হল উদযাপন৷ বার্থ ডে গার্ল নিজেই নেচে মাতিয়ে দিলেন পার্টি৷ ভিডিও শেয়ার করলেন ফেসবুকে৷
advertisement
কেরিয়ারের প্রথম থেকেই শ্রীলেখা মিত্র ছিলেন হার্টথ্রব৷ ৫০-এ ও তিনি মোহময়ী৷ বয়স একটা সংখ্যা মাত্র বুঝিয়ে দিলেন শ্রীলেখা৷ জন্মদিনে তিনি নো মেকআপ লুক-এ ধরা দিলেন৷ পরলেন ঘি রাঙা জাম্পস্যুট৷ আর থাকল লাল রঙের স্যাশ, যার উপর লেখা থাকল হ্যাপি বার্থ ডে! ঘনিষ্ঠ বন্ধুরা থাকলেন তাঁকে জুড়ে৷ কেক কাটলেন শ্রীলেখা৷ আদর করে সকলকে খাইয়ে দিলেন৷ জন্মদিনে তাঁর মাইয়া (এই নামে শ্রীলেখা ডাকেন তাঁর মেয়েকে) অনেকটাই সামলালেন দায়িত্ব৷
advertisement
তবে শ্রীলেখার বাবার মৃত্যুর পর সেভাবে কোনও বড় সেলিব্রেশন করেননি৷ এই জন্মদিনও কাটল বেশ ঘরোয়া ভাবে৷ রাতে খাওয়া-দাওয়া এবং বন্ধুদের সঙ্গে আড্ডাই ছিল মূল উদযাপন৷ আর এর মাঝেও বাবার সঙ্গে একটা পুরনো ছবি পোস্ট করে শ্রীলেখা লিখলেন, "বাবা তোমায় ছাড়া জন্মদিন...এই প্রথম...চাইনি করতে, হয়ে গেল, হয়ত তুমি চেয়েছিলে৷
advertisement
অন্যদিকে এই বিশেষ দিনে তাঁর বাড়ি এলেন তাঁর বন্ধু অনন্যা চট্টোপাধ্যায়৷ তাঁর সঙ্গে গল্প গুজব হল জমিয়ে৷ সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভুললেন না৷
আর ভক্তদের কী পাওনা হল শ্রীলেখার জন্মদিনে? অবশ্যই সুন্দরীর নাচ! এর আগেও তা চাক্ষুষ করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া ফলোয়ারা৷ এবারও দেখলেন৷
শ্রীলেখা নাচে পারদর্শী৷ খুবই সুন্দর নাচেন তিনি৷ এবারও তার ব্যতিক্রম হল না৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্রীলেখার জন্মদিনে দেদার আনন্দ! নিজেই নেচে মাত করলেন ৫০-র বার্থডে গার্ল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement