Rishi Kaushik-Debjani: 'ঋষির আনা সব অভিযোগ পুরোটাই মিথ্যে', পাল্টা বোমা ফাটালেন অভিনেতার স্ত্রী দেবযানী, দিলেন আইনি পদক্ষেপের হুমকি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rishi Kaushik-Debjani: বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ফের একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেন ঋষি কৌশিক৷ তা নিয়েও শুরু হয় চর্চা৷ এবার বিচ্ছেদের চর্চায় মুখ খুললেন অভিনেতার স্ত্রী৷
কলকাতা: টলিপাড়ায় একের পর এক সম্পর্ক ভাঙার খবর৷ প্রতিনিয়তই বিচ্ছেদের খবরে তোলপাড় টলিউড৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন আগে একটি পোস্ট করেছিলেন টেলি অভিনেতা ঋষি কৌশিক। একাধিক বিচ্ছেদের জল্পনার মধ্যে অভিনেতার এই পোস্ট নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারা জীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সম্মানের।’ এর পরেই তাঁদের দীর্ঘ ১২ বছরের দাম্পত্য ভাঙার গুঞ্জনে উত্তাল হয় টলিপাড়া। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ফের একটি দীর্ঘ পোস্ট করেন ঋষি৷ তা নিয়েও শুরু হয় চর্চা৷ এবার বিচ্ছেদের চর্চায় মুখ খুললেন অভিনেতার স্ত্রী৷
advertisement
আরও পড়ুন- স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক
advertisement
সম্প্রতি ঋষি কৌশিকের স্ত্রী দেবযানী সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে বলেন, গত কয়েকদিন ধরে, লোকেরা ক্রমাগত আমাকে সোশ্যাল মিডিয়ায় আমার স্বামীর করা কিছু পোস্ট সম্পর্কে জিজ্ঞাসা করছে। আমি এই পোস্টগুলি অত্যন্ত অবমাননাকর বলে মনে করি এবং আমি খুবই বিব্রত। প্রথমত আমি এটাই বলতে চাই যে, পোস্টে আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, অসত্য, অযৌক্তিক এবং কাল্পনিক। এগুলো আমার সুনামকে নষ্ট করার ও আঘাত করার উদ্দেশ্যেই করা হয়েছে৷ যে কোনও আইন মেনে চলা ভদ্রলোক-নাগরিক আমাদের ব্যক্তিগত জীবনে জনগণের মতামত চাওয়ার পরিবর্তে অভিযোগের নিষ্পত্তির জন্য আদালতের কাছে যাবেন। আমার উপর তাঁর নিষ্ঠুরতা ও নির্যাতনের ধারাবাহিকতায় সে আমার ধৈর্য ও সহনশীলতার অযথা সুযোগ নিয়ে এমন অপরাধ করেছে।
advertisement
আরও পড়ুন- ‘রাহুলকে পরিচালক হিসেবে মানতে অসুবিধা রয়েছে’, এবার কী হবে? জট কি আদৌ খুলবে
দেবযানী আরও বলেন, তার শর্ত অনুযায়ী কাজ করতে এবং তার অন্যায় দাবি পূরণের জন্য আমাকে চাপ দেওয়ার জন্য এটিই তার শেষ অবলম্বন। আমি এ বিষয়ে আইনি সহায়তা চেয়েছি এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমি এখনও এ সম্পর্কে বেশি কথা বলার জায়গায় নেই। আমি আমার আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি এবং আমি আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে সমস্ত পদক্ষেপ নেব।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2024 8:55 PM IST