Anirban Bhattacharya: হঠাৎ বীরভূমে হাজির অভিনেতা অনির্বাণ! ব্যাপারটা কী? শুনলে চমকে যাবেন

Last Updated:

Anirban Bhattacharya: 'ব্যোমকেশ' থেকে শুরু করে 'দশম অবতার' বিভিন্ন রূপে দর্শকদের মন জয় করেছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য৷

+
অভিনেতা

অভিনেতা অনির্বাণ

বীরভূম: কখনও তিনি ‘ব্যোমকেশ’ হয়ে রহস্য সমাধান করেছেন বাংলার চলচ্চিত্র পর্দায়। কখনও তিনি হয়েছেন ‘দশম অবতার’। আবার কখনও বিবাহ অভিযান চলচ্চিত্রের তার সেই বিখ্যাত লাইন ‘আমার রক্তে তোমার সোহাগ হৃদয়ে আমার ছেঁদা, গোলাপ গুলো নেতিয়ে গেছে তাই এনেছি গাঁদা’ এই লাইন নিয়ে মন জয় করেছেন হাজার হাজার দর্শকের।
তবে এবার কেন হঠাৎ বীরভূমে আগমন অভিনেতা অনির্বাণের! কবিগুরুর লাল মাটির জেলা বীরভূম। আর এই লাল মাটির জেলা লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। এবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে SVF মিউজিকের আয়োজিত মিউজিক সন্ধ্যায় অংশ নিতে পৌঁছান অভিনেতা এবং গায়ক অনির্বাণ ভট্টাচার্য। বাংলা গানের ডালি নিয়ে একাধিক বাংলা মিউজিক ব্যাণ্ড অংশ নেয় এই অনুষ্ঠানে।
advertisement
advertisement
অনুষ্ঠানে বোলপুর-শান্তিনিকেতনের স্থানীয় শিল্পীরাও অংশ নিয়েছিলেন৷ নতুন শিল্পীদের উৎসাহিত করতেই এহেন উদ্যোগে বলে জানায় আয়োজক সংস্থা। বোলপুরে সঙ্গীত সন্ধ্যায় গিয়ে বাংলা গানে মাতলেন গায়ক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । তবে সাংসদ দেব ও অসুস্থ মিঠুন চক্রবর্তীর প্রশ্ন এড়িয়ে গিয়ে রাজনীতি থেকে কার্যত দূরেই থাকলেন তিনি।
advertisement
অনুষ্ঠান সম্পর্কে তিনি বললেন, ‘বাংলা গান ও নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে মানুষের পরিচয় ঘটানোই উদ্দেশ্য ৷ তবে, আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কোনও গান বাঁধার পরিকল্পনা নেই বলে জানান অনির্বাণ।অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘নতুন বাংলা গান, লোকগানকে মানুষের সঙ্গে পরিচয় ঘটাতে ও নতুন শিল্পীদের সুযোগ করে দিতে আমাদের এই অনুষ্ঠান ৷’
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anirban Bhattacharya: হঠাৎ বীরভূমে হাজির অভিনেতা অনির্বাণ! ব্যাপারটা কী? শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement