Popular Actress Death: মুহূর্তে সব শেষ...! ভয়ঙ্কর মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় নায়িকার, শোকের ছায়া বিনোদন জগতে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Popular Actress Death: বিনোদন জগতে ফের শোক সংবাদ৷ প্রয়াত হলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পামেলা বাখ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর৷
বিনোদন জগতে ফের শোক সংবাদ৷ প্রয়াত হলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পামেলা বাখ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর৷ ‘বেওয়াচ’ এবং ‘নাইট রাইডার’ ছবিতে অভিনয়ের জন্য বিরাট পরিচিত ছিলেন নায়িকা৷ সূত্র থেকে জানা গেছে, অভিনেত্রী পামেলাকে তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে, লস অ্যাঞ্জেলসে মেডিক্যাল পরীক্ষক তার মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছেন৷ মাথায় গুলিবিদ্ধ আঘাতের কারণেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর৷
তাঁর প্রাক্তন স্বামী ডেভিড হ্যাসেলহফের দলও একটি বিবৃতি জারি করেছে যাতে লেখা আছে, “পামেলা হ্যাসেলহফের সাম্প্রতিক মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ভালবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ, তবে এই চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে শোকপ্রকাশ এবং গোপনীয়তার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।”
advertisement
advertisement
পামেলা এবং ডেভিড হ্যাসেলহফের দুই মেয়ে, টেলর (৩৪) এবং হেইলি (৩২)। তবে, টেলর বা হেইলি কেউই তাদের মায়ের মৃত্যুতে কোনও মন্তব্য করেননি। হেইলি সূক্ষ্মভাবে তার মায়ের মৃত্যু স্বীকার করেছেন, ১৯৯৬ সালে তার বাবা-মায়ের একটি পুরনো ছবি পুনরায় পোস্ট করেছেন। ছবিটি ইউনিভার্সাল স্টুডিওজ হলিউডে জুরাসিক পার্ক রাইডের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তোলা হয়েছিল এবং এর সঙ্গে একটি সাধারণ সাদা হৃদয়ের ইমোজিও ছিল।
advertisement
আমেরিকান অভিনেত্রী এবং মডেল পামেলা বাখের জন্ম ১৯৬৩ সালের ১৬ অক্টোবর ওকলাহোমার তুলসায়। তিনি জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ বারবার দেখা যাওয়া চরিত্রের জন্য সর্বাধিক পরিচিত। তবে তিনি ১৯৯০-এর দশকে খ্যাতি অর্জন করেন, বিশেষ করে বেওয়াচে লাইফগার্ড সিজে পার্কারের ভূমিকার জন্য, যেখানে তিনি তার তৎকালীন স্বামী ডেভিড হাসেলহফের সঙ্গে অভিনয় করেছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2025 12:14 PM IST