Actress Ranya Rao: ১ বছরে ৩০ বার দুবাইয়ে, প্রতি ট্রিপে কামিয়েছেন ১২-১৩ লাখ টাকা, কী করতেন রানিয়া রাও? জানলে পায়ের তলার মাটি সরে যাবে

Last Updated:

Actress Ranya Rao: রাওকে প্রতি কেজি চোরাচালান করা সোনার জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হত, এই তথ্য ইন্ডিয়া টুডে তাদের সূত্র মারফত জানিয়েছে। দুবাইয়ের প্রতিটি ভ্রমণে রানিয়া প্রায় ১২-১৩ লক্ষ টাকা আয় করেছেন বলে অভিযোগ।

News18
News18
তিনি স্বেচ্ছায় এই কাজ করেননি! তাঁকে ফাঁসানো হয়েছে। সঠিক ভাবে বললে, তাঁকে দিয়ে ব্ল্যাকমেল করে সোনা পাচার করানো হয়! কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচার করার সময়ে যখন হাতেনাতে ধরা পড়ে যান কন্নড় নায়িকা রানিয়া রাও, তখন তিনি এই দাবিই করেছেন।
বর্তমানে ঘটনার তদন্ত চলছে। বলা হচ্ছে, রানিয়া রাও গত এক বছরে ৩০ বার দুবাই ভ্রমণ করেছেন বলে জানা গিয়েছে, প্রতিটি ভ্রমণ থেকে তিনি কেজি কেজি সোনা নিয়ে এসেছেন বলে অভিযোগ রয়েছে। অথচ, দুবাইতে তাঁর পারিবারিক বা ব্যবসায়িক, যাওয়ার কোনও কারণ ছিল না।
মামলার তদন্তের সময়, জানা যায় যে রাওকে প্রতি কেজি চোরাচালান করা সোনার জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হত, এই তথ্য ইন্ডিয়া টুডে তাদের সূত্র মারফত জানিয়েছে। দুবাইয়ের প্রতিটি ভ্রমণে রানিয়া প্রায় ১২-১৩ লক্ষ টাকা আয় করেছেন বলে অভিযোগ।
advertisement
advertisement
দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার পরে রানিয়া পুলিশ কনস্টেবল বাসবরাজুর সাহায্যে নিরাপত্তা তল্লাশি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে, তাঁর কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই খবর ছিল ডিআরআই-এর কাছে, ফলে নায়িকাকে সোনা সহ হাতেনাতে ধরে ফেলা সম্ভব হয়। তল্লাশি করার সময় রানিয়ার জ্যাকেটের ভিতরে ১২.৫৬ কোটি টাকা মূল্যের ১৪.২ কেজি বিদেশি সোনা খুঁজে পাওয়া যায়। গ্রেফতারের পরে নায়িকাকে বিশদ তদন্তের জন্য নাগাভারায় ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়।
advertisement
৪ মার্চ রানিয়াকে গ্রেফতারের পরে ডিআরআই কর্মকর্তারা লাভেল রোডের নন্দওয়ানি ম্যানসনে তাঁর বাসভবনে অভিযান চালান। তল্লাশিতে নগদ ২.৬৭ কোটি টাকা এবং ২.০৬ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়। অভিযানের পর কর্মকর্তারা তাঁর বাড়ি থেকে তিনটি বড় বাক্স উদ্ধার করেন। মোট বাজেয়াপ্ত করা সম্পত্তির মূল্য ১৭.২৯ কোটি টাকা।
advertisement
ডিআরআই-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “১৯৬২ সালের কাস্টমস আইনের প্রাসঙ্গিক বিধান অনুসারে মহিলা যাত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।” তদন্তের জন্য অভিনেত্রীকে পরপ্পানা অগ্রহার কোয়ারেন্টাইন সেলে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
এ দিকে, সৎকন্যার এ হেন কাণ্ড নিয়ে কর্নাটক রাজ্য পুলিশ হাউজিং কর্পোরেশনের ডিজিপি কে রামচন্দ্র রাও কিছু জানতেন না বলেই দাবি করেছেন। “মিডিয়ার মাধ্যমে যখন ঘটনা জানতে পারি, তখন আমিও হতবাক এবং বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। আমি এই বিষয়ে কিছুই জানতাম না, মেয়ে এরকম করলে যা হতে পারে, আর সব বাবার মতো, আমিও হতবাক হয়ে গিয়েছিলাম। রানিয়া আমাদের সঙ্গে থাকে না, সে স্বামীর সঙ্গে আলাদাভাবে থাকে, কিছু পারিবারিক কারণে তাদের মধ্যে কোনও সমস্যা থাকতে পারে। যাই হোক, আইন তার কাজ করবে, আমার কেরিয়ারে কোনও কালো দাগ নেই। আমি আর কিছু বলতে চাই না,” সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actress Ranya Rao: ১ বছরে ৩০ বার দুবাইয়ে, প্রতি ট্রিপে কামিয়েছেন ১২-১৩ লাখ টাকা, কী করতেন রানিয়া রাও? জানলে পায়ের তলার মাটি সরে যাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement