Bappi Lahiri-Mithun Chakraborty: : বাপ্পিদা-মিঠুন! হাতে হাত রেখে দুই বাঙালির মুম্বই জয়ের গল্প ! নতুন যুগের সূচনা করেছিল 'ডিস্কো ডান্সার'

Last Updated:

Bappi Lahiri-Mithun Chakraborty: ৮২ সাল থেকে বলিউডে বইতে শুরু করেছিল বাপ্পি-মিঠুন হাওয়া ! তারপর সবটাই ইতিহাস...

#মুম্বই:  ১৯৮২ সাল। পরিচালক বব্বর সুভাষ একদিন বাপি লাহিড়িকে (Bappi Lahiri)  বললেন, 'একটা নতুন ছেলে আছে। ওকে নিয়ে কিছু একটা দারুণ করতে হবে।" তখনই 'ডিস্কো ডান্সার'-এর ভাবনা ছিল পরিচালকের মাথায়। কিছু একটা মিউজিক্যাল করতে হবে, শুনেই বাপ্পি লাহিড়ি ভেবে ফেলেন বাকিটা (Bappi Lahiri-Mithun Chakraborty)। কিন্তু ছেলেটাকে তখনও জানা হয়নি তাঁর। তবে ততক্ষণে তৈরি হয়ে গিয়েছে 'ডিস্কো ডান্সার'-এর সুর। অন্যদিকে মিঠুন দারুণ নাচেন। এর পরেই তৈরি হয় কালজয়ী ছবি। সেদিন বাপ্পিদা না থাকলে মিঠুন চক্রবর্তী বলিউডের 'ডিস্কো ডান্সার' হতে পারতেন না। অন্যদিকে বাপ্পি লাহিড়িও বলিউডের ডিস্কো কিং হতে পারতেন না। দু'জনের জন্যই যেন থেমে ছিল সব কিছু। মিঠুন-বাপ্পির যুগলবন্দীর জন্যই যেন থেমেছিল সব কিছু।
'ডিস্কো ডান্সার' মিঠুনকে (Mithun Chakraborty)  বলিউডের সেরা নায়কদের তালিকায় এনে ফেলে। অথচ এর আগেও এই ছেলেটার ঝুলিতে বেশ কিছু ছবি ছিল। কিন্তু মানুষের নজরে যেন এসেও আসছিল না। ততদিনে মৃণাল সেনের পরিচালনায় ১৯৭৬ 'মৃগয়া' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার মিঠুনের ঝুলিতে। কিন্তু বলিউডে মাটি পেতে সময় লাগছিল তাঁর। সব রাস্তা যেন এক ঝটকায় সেদিন খুলে দিয়েছিল, 'ডিস্কো ডান্সার'। তারপরেরটা ইতিহাস।
advertisement
বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক ছিল দারুণ(Bappi Lahiri-Mithun Chakraborty)। যখন যেখানে তাঁদের দেখা হয়েছে আড্ডায় জমে গিয়েছেন তাঁরা। এমনকি মিঠুনের কাছে একবার 'ডিস্কো ডান্সার'-এর স্টেপ শিখতে চেয়েছিলেন বাপ্পি লাহিড়ি। দু'জনেই বাংলার ছেলে। বাঙালি। একে অপরের জন্য একেবারে মানানসই ছিলেন তাঁরা। অনেকেই বলেন বাপ্পিদার জন্যই মিঠুনকে পেয়েছে বলিউড। এ কথা কিছুটা হলেও সত্যি।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রয়াত বাপ্পি লাহিড়ি, বয়স হয়েছিল ৬৯! সুরের জগতে ফের ইন্দ্রপতন
তবে শুধু ডিস্কো ডান্সার নয় বহু ছবিতেই এর পর জুটি বেঁধেছেন মিঠুন-বাপ্পিদা(Bappi Lahiri-Mithun Chakraborty)। বাপ্পিদার সুরে মিঠুনের অভিনয়ে ফের জমে উঠেছিল , "দেখা হ্যায় মেয়নে তুমহে ফির সে'," ইয়াদ আ রহা হ্যায়', "পেয়ার কভি কম নেহি করনা', "দিল থা একেলে একেলে'র মতো বহু গান যেন শুধু এই দুইয়ের জুটিতেই সম্ভব ছিল। আজ বাপ্পিদার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মিঠুনের থেকে সামান্য বয়সে ছোটই ছিলেন তিনি। বাপ্পির চলে যাওয়ায় স্মৃতিভারে ভারাক্রান্ত মিঠুনও। তবে পৃথিবী মনে রাখবে এই জুটির স্মরণীয় সেই গানের যুগ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri-Mithun Chakraborty: : বাপ্পিদা-মিঠুন! হাতে হাত রেখে দুই বাঙালির মুম্বই জয়ের গল্প ! নতুন যুগের সূচনা করেছিল 'ডিস্কো ডান্সার'
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement