Mithun Chakraborty on Bappi Lahiri: 'বাপ্পিদাকে সারা জীবন মিস করব', মন খারাপ 'ডিস্কো ডান্সার' মিঠুনের!

Last Updated:

বিখ্যাত সঙ্গীতশিল্পীর প্রয়াণে অবশেষে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty on Bappi Lahiri)।

Mithun Chakraborty on Bappi Lahiri
Mithun Chakraborty on Bappi Lahiri
#কলকাতা: 'ডিস্কো ডান্সার' মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) বলিউডের সেরা নায়কদের তালিকায় এনেছিল। সারা জীবনই মিঠুন মানেই 'ডিস্কো ডান্সার' এই তকমা কেউ কেড়ে নিতে পারবেন না তাঁর থেকে। অথচ এর আগেও মিঠুনের ঝুলিতে বেশ কিছু ছবি ছিল। কিন্তু মানুষের নজরে যেন এসেও যেন আসছিলেন না তিনি। ততদিনে মৃণাল সেনের পরিচালনায় ১৯৭৬ 'মৃগয়া' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার মিঠুনের ঝুলিতে। কিন্তু বলিউডে মাটি পেতে সময় লাগছিল তাঁর। সব রাস্তা যেন এক ঝটকায় সেদিন খুলে দিয়েছিল, 'ডিস্কো ডান্সার'। তার পরেরটা ইতিহাস। মিঠুন চক্রবর্তীকে 'ডিস্কো ডান্সার' করেছিলেন বাপ্পি লাহিড়ি(Mithun Chakraborty on Bappi Lahiri)।
১৫ ফেব্রুয়ারি রাতে পৃথিবীর মায়া কাটিয়ে চিরতরে বিদায় নিয়েছেন বাপ্পি লাহিড়ি। বিখ্যাত সঙ্গীতশিল্পীর প্রয়াণে অবশেষে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty on Bappi Lahiri)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, মিঠুন চক্রবর্তী বাপ্পি লাহিড়ির উদ্দেশ্যে বলেছেন, 'আমি নিশ্চিত তোমার আত্মা স্বর্গে স্থান পেয়েছে। তোমার কথা মনে পড়বে। আজীবনকাল তোমার কথা ভুলতে পারব না।' নিম্নবিত্ত পরিবার থেকে সাহস করে বলিউডে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty on Bappi Lahiri)। বলিউডে তাঁর একাধিক হিট ছবির খ্যাতির অংশজুড়ে ছিলেন কিংবদন্তী বাপ্পি লাহিড়ি। জিমি জিমি আজা আজা গানটি এতটাই বিখ্যাত হয়েছিল যে বিশ্বের অন্যতম পপ গায়কও তাঁর প্রশংসা করেছিলেন।
advertisement
আরও পড়ুন: সোনার গয়নায় মুড়ে থাকতেন বাপ্পি লাহিড়ি, সোনার প্রতি কেন এত টান ছিল জানেন?
বাপ্পি লাহিড়ি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, স্বয়ং মাইকেল জ্যাকসন জিমি জিমি শুনে বাপ্পি লাহিড়িকে চিনতে পেরেছিলেন। দু'জনের জুটিতে তার পর একের পর এক সাড়া জাগানো গান। একের পর এক হিট। বাপ্পিদার সুরে আর মিঠুনের নাচে মোহিত হতে খুব বেশি সময় নেয়নি আসমুদ্র হিমাচল। বলা হয়, বাপ্পি লাহিড়ির গান সবাইকে নাচতে বাধ্য করে। চার দশকের সেই জুটিতেই ভাঙন ধরাল মৃত্যু, বিদায় নিয়েছেন বাপ্পি লাহিড়ি। স্মৃতিকাতর মিঠুন পুরনো কথা মনে করছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: জলপাইগুড়ি থেকে হলিউড, বাঙালি ছেলে 'বাপ্পিদা'র অসাধারণ কীর্তি নাচ শিখিয়েছে বিশ্ববাসীকে!
মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাপি লাহিড়ির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বাবা-মায়ের নাম রাখা অলোকেশ লাহিড়ি হয়ে উঠেছিলেন সকলের প্রিয় বাপ্পিদা। ১৯৫২ সালে বাংলাদেশের সিরাজগঞ্জে জন্মেছিলেন বাপি লাহিড়ি। এই সিরাজগঞ্জ পরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির জেলার মধ্যে পড়ে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরি লাহিড়ি দু'জনেই সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। গান গাইতেন, যন্ত্রসঙ্গীতেও পারদর্শী ছিলেন। তাঁদের একমাত্র ছেলে অলোকেশ সেই জলপাইগুড়ি থেকে হলিউড পর্যন্ত পৌঁছেছিলেন নিজের কাজের গুণে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithun Chakraborty on Bappi Lahiri: 'বাপ্পিদাকে সারা জীবন মিস করব', মন খারাপ 'ডিস্কো ডান্সার' মিঠুনের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement