Mithun Chakraborty on Bappi Lahiri: 'বাপ্পিদাকে সারা জীবন মিস করব', মন খারাপ 'ডিস্কো ডান্সার' মিঠুনের!

Last Updated:

বিখ্যাত সঙ্গীতশিল্পীর প্রয়াণে অবশেষে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty on Bappi Lahiri)।

Mithun Chakraborty on Bappi Lahiri
Mithun Chakraborty on Bappi Lahiri
#কলকাতা: 'ডিস্কো ডান্সার' মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) বলিউডের সেরা নায়কদের তালিকায় এনেছিল। সারা জীবনই মিঠুন মানেই 'ডিস্কো ডান্সার' এই তকমা কেউ কেড়ে নিতে পারবেন না তাঁর থেকে। অথচ এর আগেও মিঠুনের ঝুলিতে বেশ কিছু ছবি ছিল। কিন্তু মানুষের নজরে যেন এসেও যেন আসছিলেন না তিনি। ততদিনে মৃণাল সেনের পরিচালনায় ১৯৭৬ 'মৃগয়া' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার মিঠুনের ঝুলিতে। কিন্তু বলিউডে মাটি পেতে সময় লাগছিল তাঁর। সব রাস্তা যেন এক ঝটকায় সেদিন খুলে দিয়েছিল, 'ডিস্কো ডান্সার'। তার পরেরটা ইতিহাস। মিঠুন চক্রবর্তীকে 'ডিস্কো ডান্সার' করেছিলেন বাপ্পি লাহিড়ি(Mithun Chakraborty on Bappi Lahiri)।
১৫ ফেব্রুয়ারি রাতে পৃথিবীর মায়া কাটিয়ে চিরতরে বিদায় নিয়েছেন বাপ্পি লাহিড়ি। বিখ্যাত সঙ্গীতশিল্পীর প্রয়াণে অবশেষে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty on Bappi Lahiri)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, মিঠুন চক্রবর্তী বাপ্পি লাহিড়ির উদ্দেশ্যে বলেছেন, 'আমি নিশ্চিত তোমার আত্মা স্বর্গে স্থান পেয়েছে। তোমার কথা মনে পড়বে। আজীবনকাল তোমার কথা ভুলতে পারব না।' নিম্নবিত্ত পরিবার থেকে সাহস করে বলিউডে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty on Bappi Lahiri)। বলিউডে তাঁর একাধিক হিট ছবির খ্যাতির অংশজুড়ে ছিলেন কিংবদন্তী বাপ্পি লাহিড়ি। জিমি জিমি আজা আজা গানটি এতটাই বিখ্যাত হয়েছিল যে বিশ্বের অন্যতম পপ গায়কও তাঁর প্রশংসা করেছিলেন।
advertisement
আরও পড়ুন: সোনার গয়নায় মুড়ে থাকতেন বাপ্পি লাহিড়ি, সোনার প্রতি কেন এত টান ছিল জানেন?
বাপ্পি লাহিড়ি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, স্বয়ং মাইকেল জ্যাকসন জিমি জিমি শুনে বাপ্পি লাহিড়িকে চিনতে পেরেছিলেন। দু'জনের জুটিতে তার পর একের পর এক সাড়া জাগানো গান। একের পর এক হিট। বাপ্পিদার সুরে আর মিঠুনের নাচে মোহিত হতে খুব বেশি সময় নেয়নি আসমুদ্র হিমাচল। বলা হয়, বাপ্পি লাহিড়ির গান সবাইকে নাচতে বাধ্য করে। চার দশকের সেই জুটিতেই ভাঙন ধরাল মৃত্যু, বিদায় নিয়েছেন বাপ্পি লাহিড়ি। স্মৃতিকাতর মিঠুন পুরনো কথা মনে করছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: জলপাইগুড়ি থেকে হলিউড, বাঙালি ছেলে 'বাপ্পিদা'র অসাধারণ কীর্তি নাচ শিখিয়েছে বিশ্ববাসীকে!
মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাপি লাহিড়ির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বাবা-মায়ের নাম রাখা অলোকেশ লাহিড়ি হয়ে উঠেছিলেন সকলের প্রিয় বাপ্পিদা। ১৯৫২ সালে বাংলাদেশের সিরাজগঞ্জে জন্মেছিলেন বাপি লাহিড়ি। এই সিরাজগঞ্জ পরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির জেলার মধ্যে পড়ে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরি লাহিড়ি দু'জনেই সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। গান গাইতেন, যন্ত্রসঙ্গীতেও পারদর্শী ছিলেন। তাঁদের একমাত্র ছেলে অলোকেশ সেই জলপাইগুড়ি থেকে হলিউড পর্যন্ত পৌঁছেছিলেন নিজের কাজের গুণে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithun Chakraborty on Bappi Lahiri: 'বাপ্পিদাকে সারা জীবন মিস করব', মন খারাপ 'ডিস্কো ডান্সার' মিঠুনের!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement