Laage Ura Dhura: মিমি-শাকিবের জুটিতে ধুন্ধুমার লাগে উরা ধুরা-র টিজার, ছবি মুক্তির অপেক্ষায় দর্শক

Last Updated:

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

কলকাতা: নাম ঘোষণার সময় থেকেই উত্তেজনা তৈরি করেছে ‘তুফান’। এপার-ওপার বাংলার দুই হিট স্টার শাকিব খান ও মিমি চক্রবর্তী রয়েছেন এই ছবিতে৷ সম্পূর্ণ নাচের আদলে তৈরি এই গানের শিরোনাম ‘লাগে উরা ধুরা’। ছবির প্রথম গান ‘লাগে উরা ধুরা’র টিজার সামনে এল৷ ২০ সেকেন্ডের এই গানের ঝলক প্রকাশ করা হয়েছে। যেখানে তুমুল বাজনার সঙ্গে ‘তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা’ লিরিক শোনা গিয়েছে। টিজারে দেখা যাচ্ছে, রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব ও মিমি। সঙ্গে রয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রিতম হাসানও। তার তত্ত্বাবধানেই তৈরি হয়েছে এই গান। খুব শিগগিরই পুরো এই গানটি প্রকাশিত হবে।
গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। গানটি গেয়েছেন প্রীতম হাসান এবং কলকাতার শিল্পী অন্তরা রায়। সংগীতায়োজন করেছেন প্রীতম। টিজার প্রকাশের পরেই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে৷ সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা গেছে। শাকিবের সঙ্গে মিমির জমজমাট রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা৷ এর আগে ছবির টিজার নিয়েও মাতামাতি হয়েছে৷ অ্যাকশন, রোম্যান্সে ভরপুর এই ছবি৷
advertisement
আরও পড়ুনBollywood Gossip: নরকযন্ত্রণা সুপারস্টারের জীবন, শেষ বয়সে রাজেশ খান্নাকে কাঁদিয়ে ছেড়েছিলেন ডিম্পল!২ মেয়েকে নিয়ে যা করেন নায়িকা…
রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তী ছাড়াও রয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বিভিন্ন চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজি রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা।
advertisement
advertisement
‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Laage Ura Dhura: মিমি-শাকিবের জুটিতে ধুন্ধুমার লাগে উরা ধুরা-র টিজার, ছবি মুক্তির অপেক্ষায় দর্শক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement