পা বাদ যাবে গায়ক আকবরের, এককালীন রিক্সা চালকের অসুস্থতায় মন খারাপ বাংলাদেশে

Last Updated:

এক সময়ে যশোরে রিক্সা চালিয়ে সংসার টানতেন আকবর। কিশোর কুমারের 'একদিন পাখি উড়ে' গানের কভার করে পরিচিতি পান তিনি।

#ঢাকা: গুরুতর অসুস্থ বাংলাদেশি গায়ক আকবর আলী গাজী। গত বুধবার থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। দু'দিন আগে তাঁর স্ত্রী কানিজ ফাতেমা এক সংবাদমাধ্যমকে জানান, চিকিৎসকেরা বলছেন, ডান পা কেটে ফেলে দিতে হবে। এখন না কেটে ফেললে পুরো পা পচে গেলে বিপদ বাড়বে। ফেসবুকে হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় তাঁর ছবি পোস্ট করেন আকবরের মেয়ে। তাঁর লেখা থেকেও একই কথা জানা যায়।
প্রায় দশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন আকবর। তার মধ্যে কিডনির সমস্যা। একাধিক বার বিদেশে গিয়ে চিকিৎসা করানো হয়েছে তাঁর। তাঁকে অর্থসাহায্য করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদানও দিয়েছিলেন।
advertisement
advertisement
গায়কের শরীরে সোডিয়াম, হিমোগ্লোবিন এবং ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। তবে একটি মোটর বাইক দুর্ঘটনার পরেই গায়কের পায়ে গুরুতর আঘাত লাগে। সঙ্গে ডায়াবেটিস থাকায় সব মিলিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি।
এক সময়ে যশোরে রিক্সা চালিয়ে সংসার টানতেন আকবর। কিশোর কুমারের 'একদিন পাখি উড়ে' গানের কভার করে পরিচিতি পান তিনি। তার পর 'তোমার হাতপাখার বাতাসে' গানটি ব্যাপক সাড়া ফেলে দেয় সারা দেশে। এমনকি বিদেশেও। কোনও দিন গান শেখেননি আকবর। কিন্তু তাঁর দরাজ গলা-ই তাঁকে প্রশিক্ষণের উর্ধে নিয়ে গিয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পা বাদ যাবে গায়ক আকবরের, এককালীন রিক্সা চালকের অসুস্থতায় মন খারাপ বাংলাদেশে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement