Tanjin Tisha: 'আত্মহত্যার চেষ্টা' গুঞ্জনে চটে গিয়ে হুমকি দিয়েছিলেন, এবার কি ক্ষমা চাইলেন তিশা!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Tanjin Tisha: ফুড পয়েজনিং হয়ে গিয়েছিল নায়িকার। তার পর শরীর খারাপ থাকায় একটি ঘুমের ওষুধ খান তিনি। সেই পরিমাপে ভুল হয়ে গিয়েছিল। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে বমি হয় তাঁর।
ঢাকা: খবরের শিরোনামে বাংলাদেশি নায়িকা তানজিন তিশা। সদ্য তাঁর হাসপাতালে ভর্তি হওয়া, আত্মহত্যার রটনা নিয়ে চর্চায় কেন্দ্রে এসেছেন তিনি। সেই বিষয়েই সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে মজাজ হারিয়ে ফেলেন অভিনেত্রী।
গত বুধবার রাতে হঠাৎ হাসপাতালে ভর্তি বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। খবর চাউর হয়, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের একাধিক গণমাধ্যম সংস্থায় লেখালেখি শুরু হয়, নায়িকার পরিবারের ঘনিষ্ঠ কেউ জানিয়েছেন, প্রেমিক মুশফিক আর ফারহানের সঙ্গে বিবাদের পর নাকি তিনি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন।
advertisement
advertisement
কিন্তু এই খবর আদৌ সত্যি নয় বলে জানিয়েছেন খোদ নায়িকা। তাঁর কথায় জানা গিয়েছে, ফুড পয়েজনিং হয়ে গিয়েছিল নায়িকার। তার পর শরীর খারাপ থাকায় একটি ঘুমের ওষুধ খান তিনি। সেই পরিমাপে ভুল হয়ে গিয়েছিল। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে বমি হয় তাঁর। ফলে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে হয় তাঁকে।
তবে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ফেসবুকে একটি লাইভ করেন তানজিন যেখানে হুমকির সুরে কথা বলেন তিনি। যাঁরা গুজব রটাচ্ছেন ‘আত্মহত্যা’র নাম নিয়ে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করবেন বলেন। কিন্তু তারপর তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। সদ্য তাঁর কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন তিশা। ফেসবুকে লিখলেন, ‘আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করে দেবেন।’ কিন্তু খানিকক্ষণের মধ্যে আবার সেই পোস্ট মুছে দেন তিশা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2023 7:22 PM IST