Bangladeshi Actress Pori Moni: প্রিয়জনকে হারালেন পরীমণি! ছেলেকে নিয়ে একা হয়ে গেলেন বাংলাদেশের নায়িকা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bangladeshi Actress Pori Moni: খুব ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছেন পরীমণি। তাঁর মায়ের বাবা, দাদুই পরীমণিকে বড় করেছেন। কঠিন সময়ে দাদুই তাঁর পাশে দাঁড়িয়েছেন বারবার। সেই দাদুই এবার একা ফেলে চলে গেলেন এক মা-ছেলেকে।
ঢাকা: প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ছেলে রাজ্যকে নিয়ে একা হয়ে গেলেন তিনি। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে এই তিনজনই সংসার পেতেছিলেন। এবার চলে গেলেন সেই দাদু। পরীমণির নানুভাই, শামসুল হক গাজি গতকাল, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার এক হাসপাতালে ভর্তি ছিলেন পরীমণির দাদু। বার্ধক্যজনিত সমস্যার কারণেই প্রয়াত তিনি। সূত্রের খবর, দাদুর বয়স সম্ভবত ১০০ ছাড়িয়েছিল।
advertisement
পরীমণির ম্যানেজার তুরাণ মুন্সী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দাদুর জন্মস্থান পিরোজপুরের ভান্ডারিয়ায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর স্ত্রীর মরদেহের পাশেই তাঁকে কবর দেওয়া হবে।
advertisement

যিনি পরীমণির সঙ্গে পিরোজপুরে ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি বলেন, “যাঁরা পরীমণির সবচেয়ে কাছের, তাঁরা জানেন দাদু তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। দাদুর মৃত্যুতে পরীমণি সম্পূর্ণভাবে বিধ্বস্ত, এবং আমরা কীভাবে তাঁকে সান্ত্বনা দিতে পারি, তা জানি না।”
advertisement
খুব ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছেন পরীমণি। তাঁর মায়ের বাবা, দাদুই পরীমণিকে বড় করেছেন। কঠিন সময়ে দাদুই তাঁর পাশে দাঁড়িয়েছেন বারবার। সেই দাদুই এবার একা ফেলে চলে গেলেন এক মা-ছেলেকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 4:59 PM IST