Pori Moni: রাজ চলে গেল রাজের মতো... সম্পর্ক জোড়া লাগার গুঞ্জনের মাঝেই মনকেমন করা পোস্ট পরীমণির
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ফের চর্চায় বাংলাদেশী অভিনেত্রী পরীমণি ও স্বামী শরিফুল রাজের সম্পর্ক।
ফের চর্চায় বাংলাদেশী অভিনেত্রী পরীমণি ও স্বামী শরিফুল রাজের সম্পর্ক। পরী ও রাজের বিচ্ছেদ নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম ছিল চারদিক। তবে কিছুদিন আগে ফের কাছাকাছি দেখা যায় তাঁদের। ছেলের জন্মদিন উপলক্ষে একসঙ্গে সময় কাটান দম্পতি। তা হলে কি জোড়া লাগছে ভাঙা সম্পর্ক? সেই নিয়ে চর্চার মাঝেই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন পরীমণি।
সত্যিই কি কমেছে দূরত্ব? কাছাকাছি আসার খবর দেখে পরীমণি লিখেছেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন…কিন্তু সব কি আর সবসময় এক হয়?’।
advertisement
advertisement
তা হলে এক সঙ্গে আসার কারণ কি শুধুই সন্তান?
এ বিষয়ে পরীমণি লিখেছেন,‘আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোনও ইস্যু টানব না। ন’তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন,সবাই মিলে।’ সন্তানের জন্মদিন পালনের জন্যই যে তাঁরা কাছাকাছি এসেছিলেন। পরীমণির কথায় তা স্পষ্ট। স্বামী-স্ত্রীর দূরত্ব এখনও মেটেনি। পরীর লেখার শেষাংশের দিকে তেমনই ইঙ্গিত মিলছে।
advertisement
শেষ ভাগে পরী লিখেছেন, ‘শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর,রাজ চলে গেল রাজের মতো…আশা করি এটা এখানেই শেষ হবে।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 7:44 PM IST